২০২১ সালে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মু🌺ক্তিপ্রাপ্ত ভৌতিক চলচ্চিত্র ‘ছোরি’ মানুষের মনে দাগ কেটে দিয়েছিল। এবার পালা ‘ছোরি ২’ - এর। কন্যা সন্তান হত্যা অথবা ভ্রুণ ෴হত্যার ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা আগেও বহুবার দেখা গেছে, কিন্তু কুসংস্কারের সঙ্গে যখন অতিপ্রাকৃত শক্তি মিশে যায় তখন তা ভয়ঙ্কর আকার নেয়।
‘ছোরি ২’ ট্রেলার
ট্রেলারটি শুরু হয় একজন মায়ের তার মেয়েকে বলা একট🃏া গল্পের মাধ্যমে। মা মেয়েকে বলে, একজন রাজা ছিলেন যিনি কন্যা সন্তান জন্মের পর ভীষণভাবে রেগে যান এবং তার দাসীদের সেই কন্যা🎐 সন্তানকে হত্যা করার নির্দেশ দেন। গল্পের মাধ্যমেই বোঝা যায়, যিনি গল্প বলছেন তিনি সেই মা।
আরও পড়ুন: অজয়ের জন্মদিন শুভেচ্ছা বার্তা রুদ্রনীꦅলের, বললেন, ‘কম কথা বললেও উনি...’
আরও পড়ুন: ‘সুশান্তের মৃত্যুতে রাতারাতি ওরা…’ ৫ বছর আগℱের স্মৃতি হাꦛতড়ে কী বললেন রিয়ার বন্ধু?
পরের দৃশ্যে দেখা যায় নুসরত যখন কন্যা সন্তানকে জন্ম দেন তখন এসে পৌঁছান দাসী ওরফে সোহা আলি খান। ছোট্ট প্রানটিকে হত্যা করার জন্য সে বারবার চেষ্টা করতে থা🌳কে। বাচ্চা মেয়েটিকে হত্যা করার প্রচেষ্টার মাধ্যমেই বারবার দেখানো হয় বিভিন্ন ভৌতিক দৃশ্য।
শেষ দৃশ্যে নুসরত এবং তার সন্তানকেও এমন ভাবে দেখানো হয় যেন তারা নিজেরাই ভূত হয়ে গেছেন। রোমাঞ্চকর এই ট্রেলার দেখে গল্পের যত না প্রশংসা করেছেন দর্🦩শকরা, তার থেকে অনেক বেশি প্রশংসা করেছেন সোহা আলি খানের চরিত্রের।
সন্তান হওয়ার পর বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন সোহা। কেরিয়ারের দ্বিতীয় ইনিংস এত সুন্দর ভাবে কাউ🎃কে শুরু করতে দেখা যায়নি এর𓆉 আগে। শুধু ট্রেলার দেখেই সোহার চরিত্রের প্রেমে পড়ে গেছেন অনেকে। এটি যে একটি দুর্দান্ত সিনেমা হতে চলেছে, তাও আন্দাজ করে ফেলেছেন ভক্তরা।
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা🎐 টেলর? জল্পনা উসকাতেই কী বলল✤েন?
সোহার প্রশংসায় পঞ্চমুখ হয়ে এক নেটিজেন লিখেছেন, দুর্দান্ত ꦏসোহা। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা। অন্য একজন লিখেছেন, ‘আপনাকে ফিরে আসতে দেখে সত্যি খুশি হলাম।’ তৃতীয় একজন লিখেছেন, ‘আমি কোনওদিন কল্পনাও করিনি যে আপনাকে এমন কোনও চরিত্রে দেখতে পাব।’ চতুর্থ জন মন্তব্য করে লিখেছেন, ‘এটি একটি সেরা ভৌতিক সিনেমার মধ্যে অন্যতম হতে চলেছে।’