২০২৫ সালের একদম গোড়া থেকে টিআরপি তালিকায় প্রথম স্থান মোটেই হাতছাড়া করছে না জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। লাগাতার ভাবে বেঙ্গল টপার হচ্ছে। আর এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে ঈশানি চট্টোপাধ্যায়কে। অন্যদিকে খলনায়িকা হিসেবে আছেন অতি পরিচিত মুখ সুরভী মল্লি𓂃ক। পর্দায় আদায় কাঁচকলায় সম্পর্ক হলেও বাস্তবে তাঁরা খুবই ভালো বন্ধু। শুধু তাই নয়, অনস্ক্রিন চরিত্রের ক্ষেত্রেও নাকি তাঁদের দুজনের একটি দারুন মিল আছে। কী সেটা? এদিন নিজেই প্রকাশ্যে আনলেন সুরভী।
কী লিখলেন সুরভী?
এদিন সুরভী মল্লিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবির কোলাজ ভিডিয়ো হিসেবে পোস্ট করেন সেখানে তাঁকে এবং পরিণীতার পারুল অর্থাৎ ঈশানি চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। তাঁদের দুজনের হাতেই লাল হৃদয়ের শেপের বেলুনও ধরা। মজা করছে। এই ভিডিয়ো পোস্ট করে সুরভী লেখেন, 'আপনারা কী জানেꦅন পারুল এবং শিরিনের মধ্যে মিল কী? তারা দুজনেই তাদের দর্শকদের খুব ভালোবাসে। সবাইকে, সমস্ত মিষ্টি দর্শককে অনেক অনেক ধন্যবাদ আমাদের ধারাবাহিক পরিণীতাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা সত্যিই ভাগ্যবান। ধন্যবাদ ঈশ্বর সব কিছুর জন্য।'
পরিণীতা প্রসঙ্গে
এই সপ্তাহেও জায়গা হাতছাড়া করেনি পরিণীতা। এবারও ব👍েঙ্গল টপার হয়েছে উদয়ের ধারাবাহিক। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.💯২। তবে এটার প্রায় ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্টার জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। যদিও এখনও স্লট লিডার পরিণীতাই।
পরিণীতা 🐼ধারাবাহিকে মুখ্য ভূম🐬িকায় দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং এবং ঈশানি চট্টোপাধ্যায়কে। এটি জি বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটা নাগাদ সম্প্রচারিত হয়।
আরও পড়ুন: বাংౠলাদেশের ভাইরাল গার্ল মনিকা কবীরের সঙ্গে আছে ভারতের নিবিড় যꦕোগ! আদতে কে এই রুশ তরুণী?
কে কী বলছেন?
অনেকেই সুরভীর💧 এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনারা দুজ𝔍নেই খুব ভালো কাজ করছেন। খুব ভালো লাগে এক ধারাবাহিকটি দেখতে। অনেক অনেক শুভেচ্ছা।' আরেকজন লেখেন, 'পরিণীতা এখন রোজ দেখি। খুব ভালো লাগে।'