♊ প্রায় শেষের পথে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। গ্র্যান্ড ফিনালে থেকে কয়েক কদম মাত্র দূরে এই রিয়েলিটি শো। তার আগে শেষ কয়েকটি পর্ব যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে বঙ্গ তনয়া তথা এবারের অন্যতম হিট প্রতিযোগী মানসী ঘোষের প্রশ্নবাণে। এদিন বিচারকদের একাধিক প্রশ্ন করে বসলেন মানসী। সেখানেই ঘটে গেল এক মজার ঘটনা।
আরও পড়ুন: 𝓀বাংলাদেশের ভাইরাল গার্ল মনিকা কবীরের সঙ্গে আছে ভারতের নিবিড় যোগ! আদতে কে এই রুশ তরুণী?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ -এ?
ܫএদিন সোনি চ্যানেলের তরফে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে এবারের টপ ৬ কে নিয়ে সম্প্রচারিত হতে চলা বিশেষ পর্বের। সেখানেই দেখা গেল বিশেষ অতিথি হিসেবে বসে আছেন নীলম। তিনিই এদিন মানসীর প্রশ্ন পর্বর সূচনা করেন, ঘোষণা করেন, 'আপনারা দেখছেন দ্য মানসী শো।' এরপর বাদশাকে একাধিক প্রশ্ন করেন মানসী। কয়েকটি বললেও তাঁকে যখন তাঁর প্রতিদ্বন্দ্বী কে সেটা জিজ্ঞেস করেন কারও নাম খুঁজে পান না গায়ক। সেই সময়ই পাশ থেকে বিশাল বলে ওঠেন, 'কই নেহি হ্যায় টক্কর ম্যায়, কিউ পড়ে হো ইস চক্কর ম্যায়।' অর্থাৎ কেউ নেই তোমার সমকক্ষ, কেন পড়েছ এসব চক্করে? এটা আদতে বাদশার নিজেরই গানের একটি অংশ।
🍰এরপরই মানসী সেই প্রশ্ন করে বসেন, বলেন তারা সুতারিয়াকে দেখলে কী মনে হয়। নামটা শুনেই শ্রেয়া ঘোষাল উঠে দাঁড়িয়ে পড়েন। কথা হারিয়ে ফেলেন বাদশা। স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর প্রতি তাঁর মুগ্ধতা জাহির হয় এখানেই। এর কিছু পর বাদশা উত্তরে বলেন, 'ফ্যান্টম অব অপেরা।' এটা শুনে মানসী যখন জিজ্ঞেস করেন 'ফ্যান্টম অব অপেরা?' বাদশা বলেন, '২ সেকেন্ডে এর থেকে বেশি কিছু মনে এল না।' জবাবে মানসীকে ফের মজা করে বলতে শোনা যায়, 'কই রাইভাল বলার সময় তো নাম পড়ল না?' প্রতিযোগীর এমন কথায় ভারী মজা পান বিচারকরা। বিশাল বলে ওঠেন একেবারে ঠিক জায়গায় ধরেছে।
𒈔না, তবে বিশাল একা নন। এদিন শ্রেয়াকেও প্রশ্ন করেন মানসী। জানতে চান ফেক বললেই কার কথা মনে পড়ে? জবাবে গায়িকা বলেন, 'যে নাম মনে পড়ছে বলা যাবে না।' যদিও সেটা বলতে অনুরোধ করে মানসী, কিন্তু শেষ পর্যন্ত আদৌ শ্রেয়া সেই নাম প্রকাশ্যে আনেন কিনা সেটা এই পর্বেই বোঝা যাবে।
আরও পড়ুন: 🗹সদ্যই হারিয়েছেন স্বামীকে, মা ছিলেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী! বার্থডে গার্লকে চিনতে পারছেন?
🎉এদিন তাঁদের সবাইকে একদম শেষে বাদশার হিট এবং ভাইরাল গান জুগনুতে নাচতে দেখা যায়। এই গানের হুক আগেও করতে দেখা যায়।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
💮প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি। টপ সিক্সে আছেন তিন বাঙালি, সেরার মুকুট শেষ পর্যন্ত কে পান সেটাই দেখার!