অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় 'ক্লোজার রিপোর্ট' দাখিল করল সিবিআই। 'হিন্দুস্তান টাইমস'-র প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হলেও🐈 বলিউড অভিনেতার মৃত্যুর ক্ষেত্রে সন্দেহজনক কিছু মেলেনি। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'ক্লোজার রিপোর্ট'ꦰ দাখিল করায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা কার্যত ক্লিনচিট পেয়ে গেলেন। তাঁদের কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তোলা করা হয়েছিল। বলিউড অভিনেতার থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছিল। তবে সিবিআই যে রিপোর্ট দাখিল করল, তাতে সেইসব অভিযোগ থেকে রিয়ারা মুক্ত হয়ে গেলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
‘আমরা সন্দেহজনক কিছু পাইনি’, বললেন সিবিআই অফিসার
নাম গোপন রাখার শর্তে সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ফরেন্সিক প্রমাণ, আমেরিকা থেকে সংগ্রহ করা টেকনিক্যাল প্রম𝓀াণ, একাধিক চিকিৎসকের মতামত এবং সাক্ষ্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আমরা সন্দেহজনক কিছু পাইনি। তাই মুম্বইয়ের স্পেশাল কোর্টে দুটি মামলায় ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়েছে।’
আরও পড়ুন: ‘আদাল♔তে যা বলবার বলব’, দিশার মৃত্যুতে ফের নাম জড়াতেই জবাব꧂ আদিত্যর
একটি মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে দুটি মামলার𒐪 তদন্ত করছিল সিবিআই। বিহারের পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং। তিনি অভিযোগ করেছিলেন যে তাঁর ছেলেকে আত্মহত্যার দিকে ঠেকে দিয়েছেন রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা। ১৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে।
রিয়াও একটি মামলা দায়ের করেছিলেন!
আর দ্বিতীয় মামলাটি দায়ের করেছিলেন রিয়া। তিনি অভিযোগ করেছিলেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের একজন চিকিৎসক নাকি কোনও পরামর্শ ছাড়াই বলিউড অভিনেতাকে মানসিক রোগের ওষুধ দিয়েছেন। ব্যবহার করেছেন জাল প্রেসক্রিপশন। যদিও ꧂সিবিআইয়ের এক আধিকারিক বলেছেন, 'দুটি মামলাতেই ষড়যন্ত্রের কোনও প্রমাণ মেলেনি।'
আরও পড়ুন: সুশান্ত অতীত, নিখিল কামা🎶থের সঙ্গে গোয়ার বিচে রিয়া? ছবি প্রকাশ্যে আসতেই হইচ♎ই
সিবিআই ক্লোজার রিপোর্ট দেওয়ায় এবার কী হবে?
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদꦦন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে মুম্বইয়ে স্পেশাল কোর্টে সেই রিপোর্ট দাখিল করেছে সিবিআই। এবার আদালত সিদ্ধান্ত নেবে যে সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হবে নাকি আরও তদন্ত চালিয়ে য𒈔াওয়ার নির্দেশ দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।