Basanta Bandana 2025: বসন্তের আগম♑ন যতটা মধুর, বসন্তের চলে যাওয়া ততটাই বেদনা বিধুর, বাস্তবসম তীব্র। তবু বসন্তের যতটা সময়, তার মধ্যে তার উদযাপনে ঘাটতি রাখে না প্রকৃতি। সেই উদযাপনকেই ফিরে দেখার প্রয়াসে আগামী ২৯শে মার্চ শান্তিনিকেতনে ফের অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত বন্দনা। নব নালন্দা প্রাঙ্গণে ‘বসন্ত বন্দনা ২০২৫’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে পূরবী ও সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট। তবে বসন্তের উদযাপনে এবার যোগ দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সত্র, পাঠভবন এবং সংগ🔜ীত ভবন সহ বিশিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। অংশ নেবেন পূরবী এবং সুচিত্রা মিত্র স্মৃতি রক্ষা সমিতির ছাত্রছাত্রীরাও।
আরও পড়ুন - ‘অন্যের পাশে…’ দুঃখ পেলে কী করেন বিশ্বের ‘সবচেয়েꩵ সুখী’ ৫ মানুষ? অব꧟াক করবে উত্তর
‘প্রভাতী’ ও ‘সান্ধ্য’
প্রদীপ প্রজ্জ্বলন ও বেদ গানের মাধ্যমে শুভারম্ভ হবে অনুষ্ঠানের। দুটি ভাগে আয়োজিত হচ্ছে এবারের ‘বসন্ত বন্দনা ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান𒊎টি। প্রথম𒈔 পর্ব ‘প্রভাতী’ অধিবেশন সকাল সাতটায় প্রভাত ফেরী (সকালের শোভাযাত্রা) দিয়ে শুরু হবে। তার পরে থাকবে সঙ্গীত পরিবেশনা। পরবর্তী পর্ব ‘সান্ধ্য’ অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়।আরও পড়ুন - ফেসবুক খুললেই বিজ্ঞাপনের উৎপাত, মামলা ঠুকে ⛎বন্ধ করলেন এই মহিলা! কী বলল মেটা?