Viral Video: 🦄জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। স্থানীয় সময় একটার কিছু আগে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠা বাংলাদেশের পড়শি এই দেশ। ৭.২ কম্পনমাত্রার জের অনুভূত হয়েছে কলকাতাতেও। বিপদে মায়ানমারের পড়শি দেশ থাইল্যান্ড। সংবাদমাধ্যম সূত্রের খবর, একটি মসজিদ ভেঙে পড়ে তার তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছেন অন্তত ২০ জন। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এখনও পর্যন্ত ৮১ জন নিখোঁজ বলে সরকারি সূত্রের খবর। এছাড়াও মায়ানমারের আইকনিক আভা সেতু। ভেঙে পড়েছে ইরায়াদি নদীর জলে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন - ജMayanmar Earthquake: মায়ানমারে ৭.৭২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির মন্দলে শহরে, অনুভূত বাংলাতেও
এক লহমায় চুরমার
ꦦভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১৬ কিলোমিটার গভীরে ব্যাঙ্কক থেকে ৯০০ কিলোমিটার দূরে। কিন্তু তীব্র কম্পনমাত্রার জেরে ভেঙে পড়েছে একাধিক সৌধ, নির্মীয়মান বহুতল থেকে আভা সেতুর দর্শনীয় একটি স্থাপত্য। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, বিভিন্ন জলাশয় থেকে জল উপচে বেরিয়ে আসে। এক বহুতল থেকে ঢেউয়ের মতো জল উপচে বেরিয়ে আসতেও দেখা যায়।