Optical Illusion Test: চোখের পরীক্ষা আর মনের পরীক্ষা, দুটোই করার জন্য ফের এক মজার অপটিকাল ইলিউশন ভাইরাল নেট দুনিয়ায়। এইবারের অপটিকাল ইলিউশন আসলে নম্বরের ধাঁধা। বেশ কয়েকটি নম্বর সাজানো রয়েছে। তার মধ্যে খুঁজে বার করতে হবে একটি বিশেষ নম্বর। উপরের ছবিতে ৭৩ আর তার প্রতিব✤িম্ব ৩৭ উল্টো করে লেখা রয়েছে। এর মধ্যেই লুকিয়ে রয়েছে ৫৩ সংখ্যাটি। সেটি খুঁজে পেলেই কেল্লাফতে। খোঁজার জন্য সময় মাত্র ৫ সেকেন্ড।
আরও পড়ুন - Optical Illusion: খরগোশ না হাঁস? তাকাতেই প্রথমে কী দেꩵখলেন? ছবিই জানান দেবে আ🗹পনার চিন্তাভাবনা কেমন
অপটিক্যাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।
আরও পড়ুন - Optical Illusion: ডোরাকাটা দাগের ভিড়েই ওঁত পেতে 🌱এক মাংসাশী প্রাণী! দেখতে পেলেন? সময় ৫ সেকেন্ড
কোথায় রয়েছে ৫৩?
এবার আর ছবিতে দাগিয়ে উত্তর দেওয়া হচ্ছে না। এখানে দেওয়া রইল সঠিক সংখ্যাটির নির্দেশ। উত্তরদাতাকেই একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। উপরের ছবিতে একদম শেষ ⛦লাইনটি দেখুন। ওই লাইনের উপরের লাইনে বামদিক থেকে দ্বিতীয় সংখ্যাটি দেখুন। সেটিই হল ৫৩। যারা যারা আগেই দেখতে পেয়ে গিয়েছেন, তারা বিজয়ী। যারা পাননি, তাদের চিন্তা করার কিছু নেই। পরের ছবিতে হতেই পারে আপনিই হয়তꦕো খুঁজে পেলেন সঠিক উত্তর।