💫 ওয়াকফ সংশোধনী বিলে নারীর ক্ষমতায়ণে লক্ষ্য রাখা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার লোকসভায় বিল পেশ করে তিনি ওয়াকফ বোর্ডে মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেন। একই সঙ্গে কোনও ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।
✨এদিন রিজিজু জানান, ওয়াকফ সংশোধনী বিলে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে ২২ জন সদস্য থাকার সুযোগ রয়েছে। তার মধ্যে অন্তত ১০ জন মুসলিম সদস্য থাকবেন। এদের মধ্যে ২ জন সদস্য মহিলা হওয়া বাধ্যতামূলক। তিনি আরও বলেন রাজ্য ওয়াকফ বোর্ডে অন্তত ৪ জন মুসলিম সদস্য থাকবেন, তার মধ্যে ২ জন মহিলা হওয়া বাধ্যতামূলক।
🐎তিনি আরও জানান, কোনও ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি তৈরির আগে তাকে স্ত্রী ও সন্তানদের আইনি অধিকার পূর্ণ করতে হবে।
⭕বিরোধীদের আক্রমণ করে রিজিজু বলেন, আপনারা মুখে মহিলাদের ক্ষমতায়নের কথা বললেও আসলে তাদের দমিয়ে রাখতে চান।