বাংলা নিউজ > ঘরে বাইরে > High Court on Virginity Test of Wife: স্বামীর ইচ্ছায় জোর করে স্ত্রীর কুমারীত্ব পরীক্ষা করানো যায়? বড় পর্যবেক্ষণ HC-র
পরবর্তী খবর
কোনও মহিলাকে কুমারীত্ব পরীক্ষা করাতে বাধ্য করা যায় না। এমনই পর্যবেক্ষণ করল ছত্তিশগড় হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিল, এই ধরনের পদক্ষেপ সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। উল্লেখ্য, স্ত্রীর কুমারীত্ব পরীক্ষার দাবিতে এক ব্যক্তি ফৌজদারি আবেদন করেছিলেন উচ্চ আদালতে। সেই আবেদনের জবাবে বিচারপতি অরবিন্দ কুমার বর্মা বলেন, কুমারীত্ব পরীক্ষার অনুমতি দেওয়া মৌলিক অধিকার, প্রাকৃতিক ন্যায়বিচারের মূল নীতি এবং একজন মহিলার শালীনতার পরিপন্থী। (আরও পড়ুন: আন্ডার🌠গ্রাউন্ড বাঙ্কারগুলির সবকটি লঞ্চারে ক্ষেপণাস্𝕴ত্র লোড করে বসে আছে ইরান)