মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত꧑ হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিকভাবে মহিলাদের খেཧলা থেকে রূপান্তকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসবে, তার আগেই যেন এই ‘চূড়ান্ত অযৌক্তিক বিষয়ের’ নিয়ম পালটে ফেলা হয়।
মহিলাদের খেলার জন্য ‘সেক্স’ বিবেচনা করা উচিত, মত ট্রাম্পের
আর ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে মার্কিন প্রশাসনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করার জন্য আইওসির উপরে চাপ তৈরি করতে পারবে। ওই আদেশনামায় দাব🍸ি করা হয়েছে, মহিলাদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে মহিলা খেলাধুলোয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই মহিলা অ্যাথলিটদের স্বার্থ সুর🌊ক্ষিত হবে।
আইওসি নিশ্চুপ এখনও!
যদিও বিষয়টি নিয়ে আপাতত আইওসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের নয়া পদক্ষেপ নিয়ে আপাতত লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটির তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে গত মাসে ফ্লোরিডায় তাঁর সঙ্গে দেখা করেছিলেন ২০২৮ সালের অলিম্পিক্সের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াসেরম্যান। তিনি বলেছিলেন যে সাফল্যের সঙ্গে অলিম্পিক্সের আয়োজন করতে🧸 তাঁরা দু'জনেই বদ্ধপরিকর।
অবস্থান পালটাবে অলিম্পিক কমিটির?
এমনিতে রূপান্তরকামী অ্যাথলিটদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলে, তা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে 🌞আইওসি। সেই বিষয়টি নির্ণয়ের দায়িত্ব প্রতিটি খেলাধুলোর নিয়ন্ত্রক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপরে ছেড়ে রেখেছে। ফলে ꦍবিভিন্ন খেলায় বিভিন্ন রকমের নিয়ম আছে। বিশ্ব অ্যাকোয়াটিক্সে যেমন কঠোর নিয়ম আছে, সেখানে বিশ্ব ট্রায়াথলনের নিয়ম অনেকটাই শিথিল।
তব🔯ে পুরো বিষয়টি নিয়ে আইওসির অবস্থান অদূর ভবিষ্যতেই পালটে যেতে পারে। কারণ আইওসি প্রেসিডেন্ট হিসেবে টোমাস বাখের মেয়াদ বেশিদিন বাকি নেই। তাঁর উত্তরসূরি হিসেবে যে কয়েকজনের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন সেবাস্তিয়ান কো। ট্রাম্পের মতোই কিছুটা মত পোষণ করেন বিশ্ব অ্যাথলেটিক্সের বর্তমান প্রধান।
বছরদুয়েক আগে তাঁর আমলেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দিয়েছিলেন কো। চালু করেছিলেন নয়া নিয়ম। তিনি যদি আইওসি প্রধান হন, তাহলে বিশ্বের অলিꦚম্পিক্স কমিটি কোন পথে হাঁটবে, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। আর এটাও দেখার বিষয় হবে যে অলিম্পিক্স কমিটির উপরে কতটা প্রভাব খাটাতে পারে ট্রাম্প প্রশাসন।