🅺বুধবার জরুরী অবতরণ করল উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের বিমান। তাঁর চার্টার্ড বিমান জরুরী অবতরণ করে আগ্রার বিমানবন্দরে। মাঝ আকাশে প্রযুক্তিগত কিছু ত্রুটি ধরা পড়েছিল। তার জেরেই জরুরী অবতরণ করে বিমানটি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। টেক অফ করার কিছুক্ষণ পরেই দুপুরে বিমানটি জরুরী অবতরণ করে।
🐷প্রায় ২০ মিনিট বিমানে থাকার পরে পাইলট একটি প্রযুক্তিগত ত্রুটিকে চিহ্নিত করেন। এরপরই দ্রুত আগ্রা ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। নিরাপদে ল্যান্ডিং করে বিমানটি।
▨এরপর দিল্লি থেকে অপর একটি বিকল্প চার্টার্ড বিমান পাঠানো হয়। তবে তার মাঝে প্রায় আগ্রা এয়ারপোর্টের লাউঞ্জে তিনি অন্তত ১ ঘণ্টা ৫০ মিনিট ছিলেন। সিনিয়র পুলিশ অফিসাররা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরে তিনি নিরাপদে লখনউতে উড়ে যান।
꧙তবে ঠিক কী ধরনের টেকনিকাল সমস্যা হয়েছিল সেটা জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বিমানটি পরীক্ষা করে দেখবেন বলে জানা গিয়েছে।
এদিকে এই জরুরী অবতরণের জেরে পুলিশ প্রশাসন দ্রুত তৎপর হয়ে যায়। দ্রুত সেখানে তাঁরা চলে আসেন। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। ইউপির মুখ্য়মন্ত্রীর যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বুধবার আগ্রাতে অন্তত দুটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী❀। আগ্রাতে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।