Hadi matar, সলমন রুশদির উপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবক। এবার মুখ খুললেন তার মা সিলভানা ফারদোস। ডেইলি মেলকে তিনি জানিয়েছেন, ২০১৮ সালে মধ্য প্রাচ্যে গিয়েছিল ছেলে। এরপর থেকেই অন্তর্মুখী ও মুডি হয়ে গিয়েছিল। তিনি বলেন, আমি আশা করেছিলাম ওখান থেকে ফিরে আসার পরে স্কুলটা কমপ্লিট করবে। এরপর ডিগ্রি পেয়ে চাকরি করবে। কিন্তু সেটা না করে বেসমেন্টে সারাদিন ঘরে খিল তুলে থাকত। পুরো বদলে🔜 গিয়েছিল। মাসের পর মাস ধরে আমাকে, ওর বোনকে কিছু বলত না।
দিন দিন আরও ধর্মপ্রাণ হয়ে উঠছিল। কেন তাকে কঠোরভাবে মুসলিম করিনি এন𝓰িয়ে আমাকে বকাঝকাও করত। একটা সময় বলতে শুরু করেছিল ধর্মের উপর ফোকাস না করে তাকে কেন পড়াশোনা করতে বলছি। কম বয়সে কেন ইসলামের সঙ্গে তার পরিচয় করিয়ে দিইনি এনিয়ে রাগ দেখাত। দাবি তার মায়ের।
সিলভানা জানিয়েছেন, আম𒐪ি ভাবতে পারছি না সে এই কাজ করতে পারে। খুব শান্ত ছিল ছেলে।তবে এফবিআইকে বলে দিয়েছি ওর সঙ্গে আমি দেখাও করব না। ওর কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী।
এদিকে আমেরিকাতেই জন্মেছিলেন মাতার। তার লেবানিজ বাবা মা দক্ষিণের সীমান্ত শহর থেকে এখানে এসেছিল। ৭৫ বছর বয়সী লেখক সলমন রুশদিকে অন্তত ১০ ব💝ার ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই।