কপালে বল লেগে রক্ত ঝরল রাচিন রবীন্দ্রের। চোট লাগল হ্যারিস রউফের। খেলার মধ্যে সেই দুটি নেহাতই সাধারণ ব্যাপার মনে হলেও যেভ♌াবে ওই ঘটনাগুলি ঘটেছে, তাতে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামের পরিকাঠামো এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে গিয়েছে। প্রশ্ন উঠছে যে তড়িঘড়ি কাজ শেষ করতে গিয়ে স্টেডিয়ামের পরিকাঠামোর ক্ষেত্রে কি একাধিক ফাঁক রয়ে গিয়েছে? আউটফিল্ডে সমস্যা আছে? ফ্লাডলাইটেও সমস্যা রয়ে গিয়🎐েছে?
রক্ত ঝরতে থাকে কপালে রাচিনের কপাল থেকে
কারণ শনিবার গদ্দাফি স্টেডিয়ামে রাচিনের কপালে যখন বলটা লাগে, তখন তাঁকে দেখে মনে হয়েছিল যে ফ্লাডলাইটের কারণে বলটা হারিয়ে ফেলেছেন। আর সেটা সোজা তাঁর কপালে এসে লাগে। ঝরতে থাকে রক্ত। ন🔯িউজিল্যান্ডের তারকাকে দেখ🉐ে মনে হয়েছে যে গুরুতর চোট লেগেছে।
আরও পড়ুন: IND vs ENG: কীভাবে নিজের ফর্ম ফিরে পাবেন রোহিত শর্মা? উপায় বলে দিলেন সঞ্জয় বাঙ্গ💦ার
পাকিস্তানের ইনিংসে ৩৮ তম ওভারের তৃতীয় বলে সেই ঘটনা ঘটে। মিচেল ব্রেসওয়েলের বলে স্লগ সুইপ মারেন পাকিস্তানের খুশদিল শাহ। ডিপ স্কোয়ার লেগে বলটা ধরতে যান রবীন্দ্র। কিন্তু সেইসময় সম্ভবত ফ্লাডলাইটের কারণে বলটা হারিয়ে ফেলেন। সরাসরি তাঁর কপালে বল লেগে যায়। তারপরই পড়ে যান। মিনিটখানেকের🍸 মতো কার্যত নড়াচড়া করেননি কিউয়ি তারকা। তার জেরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়।
তুমুল আতঙ্ক তৈরি হয় রাচিনকে নিয়ে
তড়িঘড়ি মাঠে আসে মেডিক্যাল টিম। নিয়ে আসা হয় স্ট্রেচার। ফার্স্ট-এড দেওয়ার পরে মেডিক্যাল টিমের সদস্যদ🔯ের সঙ্গে রাচিনকে উঠে দাঁড়াতে দেখা যায়। তারপর কপালে একটা তোয়ালে ধরে মাঠ থেকে বেরিয়ে যান কিউয়ি তারকা। হাত থেকে ঝরছিল রক্ত। সেইসময় দর্শকদেরও হাততালি দিতে দেখা যায়। যাঁরা প্রাথমিকভাবে পুরোপুরি ꦉআতঙ্কিত হয়ে পড়েছিলেন। আতঙ্ক ধরা পড়ছিল পাকিস্তানের খেলোয়াড়দের চোখেমুখেও।
আরও পড়ুন: Champions Trophy: হারাতেই হবে ভার😼তকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাফ বার্তা পাক প্রধানমন্ত্রীর
আর রাচিনের সেই মারাত্মক ঘটনার আগে পাকিস্তানের বোলিং ইনিংসের সময় চোট পেয়ে মাঠ থেকে উঠে যান তারকা পেসার রউফ। তিনি আর ম্যাচে ব্যাট করতে নামেননি। যে ম্যাচে ৭৮ রানে হেরে গিয়েছে পাকিস🍌্তান। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ৩৩০ রান তুলেছ♕িল নিউজিল্যান্ড। জবাবে ২৫২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
জোড়াতাপ্পি দিয়ে কাজ শেষ করা হয় গদ্দাফি স্টেডিয়ামে?
তবে সেইসব ঘটনার পরে গদ্দাফি স্টেডিয়াম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইসিসি চ্য൩াম্পিয়ন্স ট্রফির আগে অনেক ঢাকঢোল পিটিয়ে নতুন করে সেই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। কেউ-কেউ তো গদ্দাফিকে বিশ্বের সেরা স্টেডিয়াম হিসেবেও ঢাক পেটাতে শুরু করে দেন। বিশেষত রেকর্ড সংখ্যক দিনে (চার মাসেরও কম বলে দাবি করা হয়েছে) কাজ শেষ করা হয়েছে ঢাক পেটাতে শুরু করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড🐻 (পিসিবি)।
আরও পড়ুন: Champions Trophy: মাঠে দর্শক ঢুকলে কীভাবে মো♊কাবিলা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে🐼 মহড়া পাকিস্তানে
যদিও এত বড় কর্মযজ্ঞ চার মাসেরও কম সময় শেষ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। প্রশ্ন উঠছিল যে জোড়াতাপ্পি দিয়ে কাজ করা হয়েছে নাকি? আর সেইসব প্রশ্নের মধ্যেই সংস্কারের পরে গদ্দাফি 💯স্টেডিয়ামের প্রথম ম্যাচ♍েই যে দুটি ঘটনা ঘটল, তাতে আতঙ্ক বেড়েছে। বিষয়টি নিয়ে পিসিবির তরফে কিছু জানানো হয়নি। তাতে অবশ্য আতঙ্ক কমছে না। কারণ ওই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আছে।