উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একতার মহাযজ্ঞের সমাপ্তিতে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ৪৫ দিন ধরে মহা কুম্ভমেলার পরিচালনার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে। (আরও পড়ুন: 'এক দুই তিন চার, সব *** বাটপাড়', যাঁরা ইউনুসকে গদিত⛎ে বসালꦦেন, তাঁরাই এখন রাস্তায়)
কুম্ভমেলা শেষ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি জানি এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়।’ কুম্ভে পুণ্যার্থীরা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী- এই ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করেছেন। এই তিন নদীর নামোল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘মা🌌 গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে প্রার্থনা করে বলছি, আমাদের পুজোয় কোনও খামতি থেকে থাকলে ক্ষমা করে দেবেন।’ পুণ্যার্থীদের ঈশ্বর বলে অভিহিত করে প্রধানমন্ত্রী তাঁদের সকলের কাছেও ক্ষমা চেয়ে নেন। লেখেন, ‘যদি পুণ্যার্থীদের সেবায় কোনও খামতি থেকে থাকে, তবে আমাদের ক্ষমা করে দেবেন। আমি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্রধানমন্ত্রী জানান, কুম্ভের মতো এত বড় অনুষ্ঠান বিশ্বে আর কোথাও কখনও হয়নি। কুম্ভের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘আমি ওই ছবিগুলি ভুলতে পারছি না, ডুব দেওয়ার পর যে মুখগুলির মধ্যে অনাবিল আনন্দ আর পরিতৃপ্তি দেখেছি।’ তবে মহাকুম্ভের মতো বিরাট মাপের অনুষ্ঠান যেভাবে আয়োজন করেছেন যোগী আদিত্যনাথ, তার ভূয়সী প্রশংসা উঠে এসেছে প্রধানমন্ত্রীর লেখায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, ‘উত্তরপ্রদেশের সাংসদ হিসাবে বলতে পারি, যোগীজির নেতৃত্বে সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে মিলে এই মহাকুম্ভকে সফল করে তুলেছে।’ নতুন প্রজন্ম যেভাবে মহাকুম্ভে অংশ নিয়েছেন, সেই দেখেও অভিভূত প্রধানমন্ত্রী। পাপাশি সদ্যসমাপ্ত মহাকুম্ভের বেশ কয়েকটি ছবিও প্রধানমন্ত্রী শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। (আরও পড়ুন: ৬ দিনে দ্বিতীয়বার কলকাতায় দাম কমল🐲 সোনার, জানুন ꦇহলুদ ধাতুর আজকের রেট)
আরও পড়ুন: এবার দি🀅ল্লিসহ দেশের আরও ৯টি শহরে অনলাইনে ফার্নিচার ডেলিভারি করবে আইকিয়া
উল্লেখ্য,৪৫ দিন পরে শেষ হয়েছে মহাকুম্ভ। অন্তত ৬৬ কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন সঙ্গমে। তবে এই ৪৫ দিনে একাধিকবার প্রশ্ন উঠেছে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে। আঙুল উঠেছে যোগী আদিত্যনাথের প্রশাসনের দিকে। তব𓄧ে মহাকুম্ভ শেষ হওয়ার পর মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।