ꦿ 'ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবে।' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জবাবে কেন্দ্রের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘ছাড় যুক্ত পারস্পরিক শুল্ক’ নীতি মেনে ট্রাম্প প্রশাসন নয়া দিল্লির পণ্যের উপর ২৬ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করেছে। একি আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে লোকসভায় সরব হয়েছেন রাহুল গান্ধী। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতির সমালোচনাও করেন কংগ্রেস নেতা।
💖আরও পড়ুন-Mallikarjun Kharge:'অপমান সহ্য করব না!' অনুরাগের ইস্তফার দাবিতে রাজ্যসভায় ধুন্ধুমার খাড়গের
𒅌কেন্দ্রকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, 'আপানারা চিনের কাছে ৪,০০০ বর্গকিলোমিটার জমি হারিয়েছেন। অন্যদিকে, আমাদের বন্ধু দেশ আচমকা আমাদের উপর শুল্ক আরোপ করল, ২৬ শতাংশ শুল্ক। যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, আমাদের শিল্পকে ধ্বংস করে দেবে।আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কৃষিক্ষেত্র -সবই এখন হুমকির মুখে।' এরপরেই মার্কিন শুল্ক নীতির জবাবে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র তা জানতে চান রাহুল। তিনি বলেন, আমাদের জমি নিয়ে আপনারা কী ভাবছেন, আর আমাদের বন্ধু আমাদের উপর যে শুল্ক আরোপ করেছে, তার ব্যাপারে আপনারা কী করবেন? এরপরেই তিনি গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, 'আমি কিছুদিন আগে দেখলাম, আমাদের বিদেশ সচিব চিনা রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটছেন। প্রশ্ন হল, আমাদের ভূখণ্ডের কী হচ্ছে? ২০ জন জওয়ান প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের স্মরণ আমরা কেক কেটে করব?’
ಌতারপর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ঠাকুমা ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টানেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'বিদেশনীতি নিয়ে তাঁকে (ইন্দিরাকে) একজন প্রশ্ন করেছিলেন, ডানে না বাঁয়ে ঝুঁকতে স্বচ্ছন্দ তিনি? ইন্দিরার উত্তর বলেছিলেন, আমি ডান বা বাঁয়ে ঝুঁকি না। আমি সোজা হয়ে দাঁড়াতে পছন্দ করি। আমি একজন ভারতীয়, সোজা দাঁড়াই।' কংগ্রেস সাংসদের কটাক্ষ, বিজেপি আর আরএসএসের কৌশল আলাদা। তাঁদের যখন জিজ্ঞাসা করা হয়, ডান দিক না বাঁ দিক? তাঁরা বলেন, 'না-না-না, আমরা সমস্ত বিদেশি শক্তির সামনেই মাথা নত করি।' এরপরই রাহুল গান্ধী কেন্দ্রের কাছে জবাবদিহি চান। বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির মোকাবিলায় কী পদক্ষেপ করছে কেন্দ্র?
𒆙অন্যদিকে রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা জবাবে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, ‘চিনের কাছে আকসাই চিন কোন সরকার হারিয়েছিল? ১৯৬২ সালে জওহরলাল নেহরুর আমলে আকসাই চিনে বেজিংয়ের অনুপ্রবেশের কারণে যুদ্ধ হয়েছিল। ভারত সেই যুদ্ধে হেরেছিল। তখন আমরা ‘হিন্দি-চিনা ভাই ভাই’ বলে স্লোগান দিচ্ছিলাম। আর তারা আমাদের পেছন থেকে ছুরি মেরেছিল।'
෴আরও পড়ুন-Mallikarjun Kharge:'অপমান সহ্য করব না!' অনুরাগের ইস্তফার দাবিতে রাজ্যসভায় ধুন্ধুমার খাড়গের
🦩প্রসঙ্গত, বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছেন। রাশিয়াকে ছাড় দিয়ে চিন, ব্রিটেন-সহ নানা দেশের উপর কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই তালিকায় রয়েছে বন্ধু ভারতও। নয়া দিল্লির উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প বলেছেন, 'ওরা যা কর চাপায় এটা তার অর্ধেক। আমরা ছাড় দিয়ে শুল্কের পরিমাণ নির্ধারণ করেছি।'