IPL 2025, Hardik Pandya fifer, LSG vs MI - লখনউয়ের মাঠে দুর্ধর্ষ স্পেল হার্দিকের! LSG-র টপ অর্ডার গুঁড়িয়ে নিলেন ৫ উইকেট Updated: 04 Apr 2025, 09:30 PM IST Moinak Mitra লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে নিজের প্রথম ফাইফার পেলেন হার্দিক। টপ অর্ডারের প্রথম চার ব্যাটারের মধ্যে তিন ব্যাটারকেই সাজঘরে পাঠালেন মুম্বই অধিনায়ক, ইকোনমি রেটও মাত্র ৯।