Kolkata Airport Metro Latest Update: এপ্রিলে ‘পরীক্ষা’, এয়ারপোর্ট মেট্রো কবে চালু হতে পারে? হাওড়া থেকেও পৌঁছানো যাবে Updated: 30 Mar 2025, 10:22 PM IST Ayan Das এপ্রিলে ‘পরীক্ষা’ হবে। আর তারপর চালু হতে পারে এয়ারপোর্ট মেট্রো (কলকাতা বিমানবন্দর মেট্রো বা জয় হিন্দ মেট্রো স্টেশন)। কবে থেকে এয়ারপোর্ট মেট্রো চালু হতে পারে? ওই পরিষেবা চালু হয়ে গেলে হাওড়া থেকে এয়ারপোর্ট মেট্রোয় পৌঁছানো যাবে।