Sunrisers Hyderabad vs Rajasthan Royals: হায়দরাবাদ ইনিংসের পঞ্চম ওভারে জোফ্রা আর্চার নিজের প্রথম ওভার বল করতে এসেছিলেন। আর জোফ্রাকে পেয়ে পিটিয়ে ছাতু করেন হেড। একটি ছক্কা এবং চারটি চার মারেন অজি তারকা। এই ওভার থেকে হয় মোট ২৩ রান। এর পর ১৩তম ওভারে জোফ্রা বল করতে এলে ইশান কিষাণ তাঁকে পিটিয়ে নেন ২২ রান।