‘সব বল যদি সুনীলকে হেড দিতে হয়, তাহলে ওর ব্রেন হেমারেজ হয়ে যাবে’! বাংলাদেশের সঙ্গে ড্রয়ে পরই খোঁচা ভাইচুংয়ের
1 মিনিটে পড়ুন Updated: 28 Mar 2025, 05:00 PM IST- পর, ভুটিযꦡ়া সতর্ক করছেন যে এর ফল ভারতীয় ফুটবলে𒁏র জন্য খারাপ হতে পারে। অতিরিক্ত ছেত্রী নির্ভরশীলতা জাতীয় দলের জন্য ক্ষতিকারক হবে।
শিলংয়ে ফেভারিট হিসেবে ভারতীয় দল শুরু করলেও শেষ পর্যন্ত গোলশূন্যভাবে ম্যাচ ড্রয়ের পর ভাইচুং বলছেন, “গোটা ম্যাচেই আমা🅠দের আক্রমণের ক্ষেত্রে অনেক পরিকল্পনার অভাব ছিল। আমরা কেবলমাত্র একই ধরণের আক্রমণ🐼ের উপর নির্ভর করছিলাম। যেখানে উইং দিয়ে ড্রিবল করে ভিতরে ঢুকে অথবা উইং থেকেই সরাসরি ক্রস করছিলাম বক্সে। আর আশা করছিলাম সুনীল ছেত্রী বুঝি মাথায় ছুঁইয়ে গোল করে যাবে।"
দীর্ঘদিন ছেত্রীর ওপর নির্ভর করা যাবে না
ভারতের হয়ে ৯৫টি আন্তর্জাতিক গোল করেছেন সুনীল, ফলে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু তাঁর বয়স এখন ৪০, ফুটবলে যে বয়সে তারকারাও বুট জোড়া তুলে রাখেন। সেখানে এই বয়সে অবসর নেওয়ার পর ফের তাঁকে অবসর ভেঙে দলের স্বার্থে কোচের অনুরোধে ফিরতে হয়েছে। কিন্তু দীর্ঘদিন যে ছেত্রির ওপর দল নির্ভর ক🍬রতে পারবে না সেকথাও সকলেরই জানা।
অ্যাটাকিংয়ে বৈচিত্র আনতে পারেনি ম্যানোলো
ম্যানোলো মার্কুয়েজের কোচিং স্টাইলও একদম মনে ধরেনি ভাইচুংয়ের। বিশেষ করে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে তাঁর দুরদর্শিতার অভাব চোখে পড়েছে বলে মনে করছেন ভাইচুং। তাঁর🅠 কথায়, আগেকার দিনে ডিফেন্ডাররা বিজ্ঞানসম্মতভাবে অতটা ট্রেনিং করতে না। ফলে কিছুটা প্রশিক্ষণের অভাব থাকায় তা কাজে লাগাতে পারব স্ট্রাইকাররা। তবে এখন ভিডিয়ো ক্লাস করে, বক্সের বাইরে জোানাল মার্কিয় এবং ভিতরে ম্যান মার্কিংয়ের কীভাবে বল ক্লিয়ার করতে হবে এবং প্রতিপক্ষ ফুটবলারদের নজরে রাখতে হবে, সবই ডিফেন্ডাররা জানেন। তাই এই অবস্থায় স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডেরও অনেক বেশি হোমওয়ার্ক করতে হয় বলে মনে করছেন পাহাড়ি বিছে।
ব্রেন হ্যামারেজ হয়ে যাবে-
ভারতীয় দলের একই ধরণের খেলার সমালোচনা করে ভাইচুং ভুটিয়া বলছেন, “ আগের দিনের ম্যাচে যদি দেখা যায়, উইং থেকে একটিও ক্রসও প্রতিপক্ষ গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাঝখানে পড়েনি, তাহলে সুনীলের ওপর নির্ভর করেই🌃 বা কি হবে? যদি শুধুই আমরা ভাবি যে সুনীল সব বল হেড করবে, তাহলে যদি ও দ্বিতীয়বার অবসর নেবে, ততদিনে ওর ব্রেন হ্যামারেজ হয়ে যাবে, কারণ দেশ হোক বা ক্লাব, সব সতীর্থরাই তো ওকে হেডের জন্য এরিয়াল বল বাড়াচ্ছে''। প্রসঙ্গত মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সুনীল গোল করেছ🅰িলেন, তবে বাংলাদেশের বিরুদ্ধে সেভাবে বল না পাওয়ায় তিনি নিষ্প্রভ ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।