India vs Maldives FIFA♓ Friendly Live-৪৮৯ দিন পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। ম্যানোলো মার্কুয়েজ জমানার প্রথম জয়। ২০২৪ সালে একটি ম্যাচেও জিততে পারেনি ভারত। অবশেষে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারতীয় দল। গোলদাতা রাহুল ভেকে, লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রী।
India vs Maldives FIFA Friendly Live- শিলংয়ে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২৫ মার্চ
এএফসি এশিয়ান কাপের যোগꦆ্যতা অর্জন পর্বের ম্যাচে নামার আগে জিত ভারত। ১৬ নভেম্বর ২০২৩র পর ফের জয়ের মুখ দেখল ভারতীয় ফুটবল দꦓল। আজকের মতো লাইভ ব্লগ এখানেই শেষ, আবারও ফিরব ভারতীয় দলের পরের ম্যাচে।
India vs Maldives FIFA Friendly Live- অবসর ভেঙে ফিরেই গোল সুনীলের,৩-০ জিতল ভারত
৪৮৯ দিন পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত।𒉰 ম্যানোলো মার্কুয়েজ জমানার প্রথম জয়। ২০২৪ সালে একটি ম্যাচেও জিততে পারেনি ভারত। অবশেষে মালদ্বীপকে ৩-০ গ𒁃োলে হারাল ভারতীয় দল। গোলদাতা রাহুল ভেকে, লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রী।
India vs Maldives FIFA Friendly Live- ৯৩ মিনিট ভারত ৩, মালদ্বীপ ০
বাঁদিক থেকে আক্রমণ ꧃আশিক কুরুনিয়ানের, ভারতের পক্ষে কর্নার। মাহেশ কর্নার নিলেন, আপুইয়া শট নিলেন। কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট
India vs Maldives FIFA Friendly Live- ৯০ মিনিট ভারত ৩, মালদ্বীপ ০
ভারতীয় দল আক্রমণে গেলেও আর গোল পায়নি। আꦦপাতত সংযুক্তি সময়ের খেলা চলছে
India vs Maldives FIFA Friendly Live- ৮৫ মিনিট ভারত ৩, মালদ্বীপ ০
পরিবর্তন ভারতীয় দলের। সুনীল ছ💯েত্রী মাঠ ছাড়লেন। আন্তর্জাতিক ফুটবলে ৯৫তম গোল করলেন ছেত্রী। মাঠে এলেন ইরফান, আশিক এবং অভিষেক। মাঠের বাইরেಌ গেলেন সুনীল, লিস্টন এবং শুভাশিস
India vs Maldives FIFA Friendly Live- ৮২ মিনিট ভারত ৩, মালদ্বীপ ০
সুনীল ছেত্রীর গোলের পর কয়েকটা আক্রমণে আসছে মালদ্বীপ। সুনীল ডিফেন্সে এসে সাহায্য করছেন রক্ষণভাগের ♕ফুটবলারদের। ৪০ বছর বয়সেও তরুণদের সঙ্গে দাপিয়ে খেলছেন ছেত্রী, বোঝাচ্ছেন বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র
India vs Maldives FIFA Friendly Live- গোল করলেন সুনীল ছেত্রী
প্রত্যাবর্তনের ম্যাচে গোౠল করলেন সুনীল ছেত্রী। লিস্টন কোলাসোর পাস থেকে সুন্দর হেডারে প্লেꦏসিংয় গোল সুনীলের
India vs Maldives FIFA Friendly Live- ৭২ মিনিট ভারত ২, মালদ্বীপ ০
লিস্টন কোলাসো ভালো বল বাড়িয়েছিলেন,💖 কিন্তু মহেশ ধরতে পারলেন না
India vs Maldives FIFA Friendly Live- ৭০ মিনিট ভারত ২, মালদ্বীপ ০
মাহেশের শট সেভ করলেন হুসেন শরিফ। ভারতীয় দল টানাꦉ 💃আক্রমণ করছে
India vs Maldives FIFA Friendly Live- গোওওওওওওল ভারতের
লিস্টন কোলাসো দুরন্ত হেডারে গোಌল করলেন। 🐎ভারতীয় দলের জার্সিতে প্রথম গোল। ২-০ এগিয়ে গেল ভারত।
India vs Maldives FIFA Friendly Live- ৬৫ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
ফারুখ চৌধুরীর পাস থেকে লিস্টন কোলাসো শট নিয়েছিলেন। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক হুস🐬েন শরিফ দুরন্ত সেভ দেন
India vs Maldives FIFA Friendly Live- ৬২ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
জোড়া ജপরিবর্তন ভারতীয় দল𝓰ে। বোরিস সিং এবং আপুইয়া নামলেন, মাঠের বাইরে গেলেন ভালপুইয়া এবং সুরেশ। রিজার্ভ বেঞ্চকেও দেখে নিতে চাইছেন ম্যানোলো মার্কুয়েজ। মাহেশের বাঁপায়ের শট একটুর জন্য বাইরে
India vs Maldives FIFA Friendly Live- ৬০ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
সুনীল এবং ফারুখ নিজেদের মধ্যে ভাꩲলো বোঝাপড়া করে বারবার গোলের সামনে ঢুকে যাচ্ছেন, কিন্তু গোল পাচ্ꦰছেন না
India vs Maldives FIFA Friendly Live- ৫৭ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
এগিয়ে যেতে পারত ভারত। ওয়ান টাচ ফুটবল খেলে গোলের সামনে এগিয়ে গেছিলেꦜন সুনীল এবং ফারুখ চৌধুরী, কিন্তু বক্সের ভিতর সুনীলকে বল দিতে গিয়ে ফারুখ সুযোগ নষ্ট করলেন। শট নিলে বিপদ তৈরি হতে পারত
India vs Maldives FIFA Friendly Live- ৫৫ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
দ্বিতীয়ার্ধে মালদ্বীপও আক্রমণে আসার চেষ্টা করছে
India vs Maldives FIFA Friendly Live- ৫২ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
ফারুখ চৌধুরী আক্রমণে উঠে গেছিলেন কিন্তু গোল হল না। প্রতিপক্ষ ডিফেন্ডাররা আটকে দিল শট। পাল্টা মালদ্বীপও আক্রমণে আসে, কিন্তু মেহতাব সিং তা প্রতিহত করেন। বক্সের ভিতর ফারুখের জোরালো শট বারের ওপর থেকে চলে গে🌠ল।
India vs Maldives FIFA Friendly Live- শুরু দ্বিতীয়ার্ধের খেলার
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই কর্নার পেল ভারত🍷। সুনীল ছেত্রীর হেডার গোল লাইন সেভ হল।
India vs Maldives FIFA Friendly Live- প্রথমার্ধ শেষে এগিয়ে ভারত
শেষ হল প্রথমার্ধেܫর খেলা। রাহুল ভেকের গোলে ১-০ এগিয়ে ভারত। মালদ্বীপের রক্ষণে লাগাতা♐র চাপ রাখছে ব্লু টাইগার্সরা। আরও গোলের সংখ্যা বাড়তে পারে দ্বিতীয়ার্ধে
India vs Maldives FIFA Friendly Live- ৪৫ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
ভালপুইয়ার পাস থেকে বল পেয়ে সহজ হেডার প্লেস করতে পারলেন না ফারুখ চৌধুরী🅘, নাহল🏅ে ব্যবধান বাড়াতে পারত ভারত
India vs Maldives FIFA Friendly Live- ৪৩ মিনিট ভারত ১, মালদ্বীপ ০
ব্র্যান্ডন ফার্নান্দেজের জায়গায় মাঠে এলেন ফারুখ চৌধপরি। এদিকে মাহেশের কর্নার সহজেই ধরলেন মালদ্বীপের গোল꧃রক্ষক
India vs Maldives FIFA Friendly Live- ৪০ মিনিট ভারত , মালদ্বীপ ০
বাঁম প্রান্তে দুরন্ত টাচে বল পেয়ে গেছিলেন লিস্টন কোলাস🐓ো। তিনি বক্সের বাইরে প্রতিপক্ষ ফুটবলারদের কাটিয়ে নিতেই তাঁকে ফাউল করা হয়
India vs Maldives FIFA Friendly Live- গোোওওওওওওল ভারতের
১ গোলে এগিয়ে গেল ভারতীয় দল। মালদ্বী𒆙পের বিরুদ্ধে প্রীতি ম্যাচে কর্নার থেকে গোল 𓆉করলেন রাহুল ভেকে। পিছন থেকে উঠে এসে কর্নার থেকে জোরালো হেডারে গোল করলেন ভেকে।
India vs Maldives FIFA Friendly Live- ৩২ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
মেহতাব সিং উঠে গেছিলেন হেড করতে, কিন্𓄧তু তাঁর হেডার একটুর জন্য 𝔉লক্ষ্যভ্রষ্ট
India vs Maldives FIFA Friendly Live- ৩০ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
বিক্ষিপ্তভাবে আক্রমণ করছে﷽ মালদ্বীপও। যদিও তেমন বিপদ⛎ তৈরি করতে পারছে না
India vs Maldives FIFA Friendly Live- ২৫ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
বক্সের বাইরে লিস্টনকে আꦉটকানোর জন্য পিছন থেকে ফাউল করা হল। ফ্রিক পেল ভারত। একটুর জন্য শট লক্ষ্যভ্র🦩ষ্ট হল, গোল হতে পারত সেটপিস থেকে
India vs Maldives FIFA Friendly Live- ২৩ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
বামপ্রান্ত থেকে লিস্টন কোলাসো ভালো বল বাড়িয়েছিলেন, কিন্তু মাহেশ কানেক্ট করতে পারলেন না। পরপর আক্রমণ করেই যাচ্ছে ভারত। তবে সুꩵনীল এখনও নিষ্প্রভ
India vs Maldives FIFA Friendly Live- ১৯ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
লিস্টন কোলাসো বাঁদিক থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে বল বাড়াল😼েও ডিফেন্ডাররা ক্লিয়ার করে দেয়। এরপর ডানপ্রান্ত থেকে সুরেশ বল দেন ব্র্যান্ডনকে, কিন্তু তাঁর শট একটু🅠র জন্য লক্ষ্যভ্রষ্ট হয়
India vs Maldives FIFA Friendly Live- ১৫ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
ভারতের দুই উইং বেশ ভালো খেলছে। একদিক থেকে ভালপুইয়া, অপ🌞র দিকে লিস্টন। বারবার মালদ্বীপের খেলোয়াড়রা ফাউল করছে। লিস্টনের ওপর ফাউল করায় ফ্রি কিক পায় ভারত। একটুর জন্য হেড করতে পারলেন না রাহুল ভেকে, নাহলে গোল হতꩲে পারত।
India vs Maldives FIFA Friendly Live- ১১ মিনিট ভারত ০, মালদ্বীপ ০
ভারত ডানপ্রান্ত থেকে⛎ আক্রমণ করে, ভালপুইয়ার চেষ্টা ডিফেন্ডারদের গায়ে 🍷লেগে ব্যর্থ হয়। কর্নায় পায় ভারত। ব্র্যান্ডনের কর্নার বিফলে গেল
India vs Maldives FIFA Friendly Live- বল পজেশন বেশি ভারতের
মালদ্বীপের বিরুদ্ধে বল কন্ট্রোলে বেশি র𒀰েখেছে ভারতই। লিস্টনকে ফাউল করা হলে ভারত ফ্রিকিক পায়,🌸 যদিও তাতে লাভ হয়নি তেমন
India vs Maldives FIFA Friendly Live- সেভ করলেন বিশাল কাইথ
মালদ্বীপে🥃র ডিফেন্ডার বল নিয়ে আক্রমণে চলে এসেছিলেন ভারতের দিকে, কিন্তু বিশাল কাইথ দুরন্ত সেভ দেন
India vs Maldives FIFA Friendly Live- এই ম্যাচ দুই দলের কাছেই প্রস্তুতির
এএফসি এশ💧িয়ান 🐼কাপে মালদ্বীপ ম্যাচ খেলবে ফিলিপিনসের বিরুদ্ধে, ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ
India vs Maldives FIFA Friendly Live- ৩ মিনিট- শুরুতেই আক্রমণে ভারত
প্রথম দু মিনিটের মধ্যেই মালদ্বꦫীপের রক্ষণে আক্রমণ করল ভারত।
India vs Maldives FIFA Friendly Live- ২০২৪র পর প্রথম জয়ের লক্ষ্যে ভারত
২০২৪ সালে একটি ম্যাচেও ভারতীয় ফুটবল দল জিততে পারেনি, তাই শিলংয়ে এই ম্যাচে জিততে মরিয়া রয়েওছে সুনীলের ভারত। বেঙ্গালুরু এফসির হয়ে ১২ গোল করেছেন এবারের আইএসএলে, তাই ভারতীয় দলের ভরসা সেই ৪০র সুনীল ছেত্রীই।
India vs Maldives FIFA Friendly Live- ভারতীয় দলের থেকে ক্রমতালিকায় পিছিয়ে মালদ্বীর
মালদ্বীপ দল ফিফার ক্রমতালিকা𒊎য় রয়েছে ১৬২ নম্বর স্থানে, ভারতীয় দল তাঁদের থেকে ৩৬ ধাপ এগিয়ে রয়েছে।
India vs Maldives FIFA Friendly Live- ভারতের প্রথম একাদশে বিশাল কাইথ
প্রথম একাদশ- বিশাল কাইথ, রাহুল ভেকে, মেহতাব সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, সুরেশ, আয়ুশ ছেত্রী, মাহেশ, ব্র্য🧸ান্ডন ফার্নান্দেজ, ভালপুইয়া
India vs Maldives FIFA Friendly Live- অধিনায়ক সুনীল
ভারতীয় দলে নিজের কামব্যাক ম্যাচে সুনীল ছেত্রীর হাতেই থাকছ𝓀ে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড
India vs Maldives FIFA Friendly Live- ভারত বনাম মালদ্বীপ ম্যাচের লাইভ ব্লগের আপনাদের স্বাগত
India vs Maldives FIFA Friendly Live-আজ আন্তর্জাতিক ফুট🃏বলে ফের কামব্যাক করতে চলেছেন সুনীল ছেত্রী। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় দল খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। শিলংয়ে হবে এই ম্যাচ। এরপর রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের গ🧸ুরুত্বপূর্ণ ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।