Jamshedpur vs Mohun Bagan: মোহনবাগান সমর্থকদের বড় অভিযোগ। জামশেদপুরে JRD স্পোর্টস কমপ্লেক্সে মোহনবাগান সমর্থকদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। জাম💮শেদপুরে JRD স্পোর্টস কমপ্লেক্সে ISL সেমিফাইনালের সময় লজ্জাজনক ঘটনা দেখল ফুটবল বিশ্ব। ম𒁃োহনবাগান সমর্থকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে জামশেদপুর স্টেডিয়ামে তাদের উপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে ম্য়াচের প্রথম গোলের পরেই ঝামেলার শুরু হয়। জামশেদপুরের সমর্থকদের উপর অভিযোগ তোলে মোহনবাগানের ভক্তরা। এরপরেই নাকি পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ তোলা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো
ISL সেমিফাইনালে মোহনবাগানের ম্যাচটি জামশেদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচের সময়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্🃏ছে একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং তার গায়ে মোহনবাগানের জার্সি ছিল। সেই ভক্ত বারবার বলছে ‘পুলিশ মেরেছে।’ এই ভিডিয়োটি পোস্ট করে বার্তা লেখা হয়েছে, ‘এটাই কি ফꦏুটবল? নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? কর্তৃপক্ষকে অবশ্যই এমন হুলিগানিজমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জামশেদপুর সমর্থকরা কি খেলা দেখতে আসছে, নাকি যুদ্ধ করতে? তাদের দল গোল খাওয়ার পর পুলিশ সমর্থকদের মারতে আসছে! এই জন্যই কি আমরা সারা ভারত ভ্রমণ করছি?’
দেখুন সেই ভিডিয়ো
আরও পড়ুন … IPL 2025: ཧজনসনের জায়গায় মইন আলি কেন? তাহলে কি ইডেনে♛ মনে মতো পিচ পেল KKR! কী বললেন রাহানে?
জামশেদপুরে JRD স্পোর্টস কমপ্লেক্সে চলতি ISL সেমি-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)-এর জেসন কামি♔ংস একটি দুর্দান্ত মুহূর্ত সৃষ্টি করেছেন।৩৬তম মিনিটে, JFC-এর আশুতোষ মেহতা কামিংসকে একক দৌড়ের সময় কঠিন চ্যালেঞ্জ দিয়ে থামান। রেফারি আশুতোষকে একটি হলুদ কার্ড দেখান এবং MBSG-কে একটি ফ্রি-কিক প্রদান করেন।
আরও পড়ুন … ACC New chairma𒅌n: বড় দায়িত্বে PCB প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন মহসিন নাকভি
এক মিনিট পর, কামিংস ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন এবং বাঁ-পায়ের এক দুর্দান্ত শটে গোল করেনꦅ। বলটি ডিফেন্স ওয়ালের উপর দিয়ে বাঁক নেয়, দ্রুত নীচে নেমে জোরালোভাবে JFC গোলরক্ষক আলবিনো গোমসকে পরাস্ত করে ডান দিকের টপ কর্নারে জড়িয়ে যায়। এই অসাধারণ গোলটি ঘরের দর্শকদের স্তব্ধ করে দেয় এবং মোহনবাগান সমতা ফেরায়। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
দেখুন সেই ভিডিয়ো-
এর আগে, ২৪তম মিনিটে, JFC হেডারের মাধ্যমে জাভিয়ার সিভেরিওর গোলে লিড নেয়। মুহাম্মদ উভাইস একটি লম্বা ওথ্রো করেন স্টিফেন ইজের দিকে, যিনি সিভেরিওকে ফার পোস্টে সেটআপ করে দেন। সিভেরিও সুবাসীষ বোসকে টপকে নিখুঁত এক হেডার দিয়ে বল জালে জড়ান।
আরও পড়ুন … ও𝔍দের সঙ্গে আমার সম্পর্কটা বিশেষ… ভারতীয় ভক্তদের নিয়ে কী বললেন ‘ভিলেন’ ট্র্যাভি🔯স হেড?
অনেক মোহনবাগান সমর্থক বিস্মিত হয়েছিলেন যখন জেমি ম্যাকলারেনকে বেঞ্চে রেখে জেসন কামিংসকে শুরুর একাদশে রাখা হয়েছিল। তবে এই বিশ্বমানের গোলে কামিংস নিজের যোগ্যতা প্রমাণ করলেন। ৩৪তম মিনিটে, MBSG সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল যখন তাদের তারকা ডিফ🐽েন্ডার আলবার্তো রদ্রিগেজ গ্রে✱গ স্টুয়ার্টের ফ্রি-কিক থেকে হেড করেন, কিন্তু তা পোস্টে লেগে ফিরে আসে। দুর্ভাগ্যবশত, বল জালে জড়ায়নি, কারণ আলবিনো গোমস দক্ষতার সঙ্গে তা রুখে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।