বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > হেরেও খুশি বাগান কোচ! মোলিনার বিশ্বাস সল্টলেক স্টেডিয়ামে জিতে ফাইনালে উঠবে মোহনবাগান

হেরেও খুশি বাগান কোচ! মোলিনার বিশ্বাস সল্টলেক স্টেডিয়ামে জিতে ফাইনালে উঠবে মোহনবাগান

মোলিনার বিশ্বাস সল্টলেকে জিতেই ফাইনালে উঠবে মোহনবাগান (ছবি- এক্স)

সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ ব্যবধানে পরাজয়ের পরও খুব বেশি দুশ্চিন্তায় নেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। বৃহস্পতিবারের ম্যাচ শেষে স্প্যানিশ কোচের বক্তব্যে মনে হয়নি যে, তিনি ছেলেদের খেলায় অসন্তুষ্ট হয়েছেন।

🌜 ফাইনালের পথে প্রথম ধাক্কা খেল মোহনবাগান। তবে এই হার নিয়ে উদ্বিগ্ন নন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-২ ব্যবধানে পরাজয়ের পরও খুব বেশি দুশ্চিন্তায় নেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। বৃহস্পতিবারের ম্যাচ শেষে স্প্যানিশ কোচের বক্তব্যে মনে হয়নি যে, তিনি ছেলেদের খেলায় অসন্তুষ্ট হয়েছেন। বরং হোসে মোলিনা জানিয়েছেন, দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। তাঁর বিশ্বাস, যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সমর্থকদের সামনে প্রয়োজনীয় ব্যবধানে জয় অর্জন করে দল ফাইনালে উঠবে।

♔উত্তেজনায় ভরা বৃহস্পতিবারের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট জাভিয়ের সিভেরিওর গোলে পিছিয়ে পড়লেও, জেসন কামিংসের বিশ্বমানের গোলের মাধ্যমে প্রথমার্ধেই সমতা ফেরে। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য বজায় রাখার পরও সংযুক্ত সময়ে জাভি হার্নান্ডেজের গোলে জয় পায় জামশেদপুর। এই হার সত্ত্বেও ফাইনালে উঠতে হলে মোহনবাগানকে আগামী সোমবার ঘরের মাঠে দ্বিতীয় লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেতেই হবে। তবেই মোহনবাগা ফাইনালে উঠবে। এই বিষয়টা নিয়ে দল খুব একটা চাপে নেই মোহনবাগানের কোচ।

ছেলেদের খেলায় খুশি মোহনবাগান কোচ

𒅌ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মোহনবাগান কোচ বলেন, ‘প্রথমার্ধে আমাদের বলের দখল বেশি থাকলেও আমরা বেশিরভাগ আক্রমণ ফিনিশ করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি সুযোগ তৈরি করেছি। প্রতিপক্ষের গোলকিপার ও ডিফেন্ডাররা দারুণভাবে সেগুলো রুখে দিয়েছিল। যদিও প্রতিপক্ষ রক্ষণে ৬-৭ জনকে দাঁড় করিয়ে রাখে, তবে গোল করা কঠিন হয়ে ওঠে। তবুও আমরা গোলের সুযোগ তৈরি করেছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি স্পষ্ট সুযোগ পেয়েছিলাম, যা কাজে লাগাতে পারলে ম্যাচটি ৩-১ হয়ে যেতে পারত। কিন্তু তা হয়নি। শেষ মুহূর্তে একটি কাউন্টার অ্যাটাক থেকে ওরা গোল করে দিল। সাহসী ফুটবল খেলেছে জামশেদপুর এবং সেটাই তাদের সফল করেছে।’

দলে পাঁচটি পরিবর্তন করতে হয়েছিল-

ཧএদিন দলের প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন মোলিনা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আপুইয়া এবং মনবীর সিং, এই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না। তাঁদের না থাকায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে বলে জানান কোচ। তিনি বলেন, ‘মনবীর ও আপুইয়া না থাকায় আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। তবে যে পরিকল্পনা নিয়ে খেলেছি, সেটি খারাপ ছিল না। মনবীর খেললে আমরা একভাবে খেলি, কিন্তু সহাল খেললে সে অনুযায়ী কৌশল বদলাতে হয়। আমাদের অন্যভাবে আক্রমণ সাজাতে হয়েছে। তবু আমার দলের পারফরম্যান্স ভালো ছিল। ২০-২৫ দিন পর আমরা মাঠে নেমেছিলাম, সেই তুলনায় ছেলেরা মোটেই খারাপ খেলেনি। যদিও দুটি গোল খেয়ে ভালো লাগেনি, তবে আমাদের এগিয়ে যেতে হবে। সল্টলেকে ভক্তেরা পুরোপুরি ভিন্ন একটি খেলা দেখবেন।’

আরও পড়ুন … 🦩মোহনবাগান সমর্থকদের উপর হামলা! এমন ঘটনা কিছুতেই মানা যায় না- সমর্থকদের পাশে দাঁড়াল ক্লাব

ফিরতি লেগ নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা

ℱসোমবারের ম্যাচে জয়লাভের ব্যাপারে যথেষ্ট আশাবাদী মোলিনা। তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলা আমাদের জন্য চাপের নয়, বরং আনন্দের বিষয়। ৫০-৬০ হাজার সমর্থকের সামনে খেলা উপভোগ্য। পরের ম্যাচেও কোনও বাড়তি চাপ থাকবে না, বরং আরও ভালো খেলবে দল। এই পর্যায়ে লড়াই কখনও সহজ হয় না। যদি জামশেদপুর তিন গোলে জিতত, তাহলে কাজটা কঠিন হতো। কিন্তু এখনও সব সম্ভাবনা উন্মুক্ত রয়েছে। আমাদের কৌশল ও পরিকল্পনা প্রায় একই থাকবে, তবে আমাদের আরও ভালো খেলতে হবে।’

আরও পড়ুন … 🦄KKR vs SRH: কারা যেন ২৩.৭৫ কোটির হিসাব চাইছিল? কামিন্সের এক ওভারে ২১ রান ও ২৯ বলে ৬০ রান করে জবাব দিলেন বেঙ্কি

আশা করছি, আমরা জয়ী হয়ে ফাইনালে উঠব-মোলিনা

𒅌তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে ফুটবলে সবসময়ই চাপ থাকে। আমাদের প্রতিটি ম্যাচ জিততেই হবে এমন কোনও কথা নেই। বিশ্ব ফুটবলের কোথাও এমন হয় না। হারলেও এগিয়ে যেতে হয়। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই খেলতে হবে। আজ আমরা জিততে পারিনি, তবে আমাদের চেষ্টা করতে হবে পরবর্তী ম্যাচে জয়লাভের জন্য। আশা করছি, আমরা জয়ী হয়ে ফাইনালে উঠব।’

আরও পড়ুন … ♈IPL 2025: ফের বৈভব আরোরার বলেই আউট ট্র্য়াভিস হেড! ইডেনে ফিরল IPL 2024 ফাইনালের স্মৃতি

সমর্থকদের ভূয়সী প্রশংসা করলেন মোলিনা

💝এই ম্যাচের জন্য জামশেদপুরের সমর্থকদেরও ধন্যবাদ জানান মোহনবাগান কোচ। তিনি বলেন, ‘আজ স্টেডিয়ামের পরিবেশ অসাধারণ ছিল। এ ধরনের পরিবেশে খেলতে সকলের ভালো লাগে। ফাঁকা গ্যালারির সামনে খেলতে কেউই পছন্দ করে না। যদি স্টেডিয়াম ভরা থাকে, এমনকি বিপক্ষ দলের সমর্থক থাকলেও, ভালো লাগে। আজকের ম্যাচেও সেটাই হয়েছে। আশা করছি, সোমবার যুবভারতীতে আরও ভালো পরিবেশ পাব।’

Latest News

💯বন্ধুদের খেপিয়েছেন ট্রাম্প, USA-র বিরুদ্ধে পদক্ষেপ কানাডার, বড় ঘোষণা ম্যাক্রোঁর 🅘না ফেরার দেশে মনোজ কুমার, ৮৭-এ থামল 'ও কৌন থি' অভিনেতার জীবন 🐻হেরেও খুশি বাগান কোচ! মোলিনার বিশ্বাস সল্টলেকে জিতে ফাইনালে উঠবে মোহনবাগান 🐷কেরিয়ার নিয়ে আপনি কী ভাবছেন? বলে দেবে এই ছবিতে লুকিয়ে থাকা প্রাণীটি 🌳শুল্ক ছুরিতে রক্তাক্ত US শেয়ার বাজার, কেন নাসডাক পড়ল ৬%, ডাও জোনস ১৬৭৯ পয়েন্ট? 🧸মায়ের কাঁধে ঝুলছে ইউভান! ছেলের দুষ্টুমিতে 'রাজ'পুত্রকে কোন তকমা দিলেন শুভশ্রী? ꦰছোট থেকেই কন্যা সন্তানকে শেখান এই ৫ জিনিস, অযথা দুশ্চিন্তায় ভুগতে হবে না তাহলে 💖দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত ১ পাচারকারী, উদয়নের 'অন্য দাবি' ঘিরে বিতর্ক 🐲মোহনবাগান সমর্থকদের উপর হামলা! এমন ঘটনা কিছুতে মানা যায় না- সমর্থকদের পাশে ক্লাব 🌼আয় আরও কমলেও ১০০ কোটির দোরগোড়ায় সিকান্দর! ৫ দিনে কত লক্ষ্মীলাভ হল সলমনের ছবির

IPL 2025 News in Bangla

🎐'বেশ্যাদের নিয়ে মশগুল শামি, মেয়ের সঙ্গে দেখাও করছে না', কুরুচিকর আক্রমণ হাসিনের 🙈SRH বধ করে হাঁপ ছেড়ে বাছল রাহানে! ম্যাচের পর বলেই ফেললেন,'আজকের জয়টা দরকার ছিল' 🤪KKR vs SRH: কারা ২৩.৭৫ কোটির হিসাব চাইছিল? ২৯ বলে ৬০ রান করে জবাব দিলেন বেঙ্কি ওIPL 2025-ইডেনে SRHকে উড়িয়ে জয়ে ফিরল KKR! তবে স্পিনিং পিচ নয়, জেতাল বৈভবের স্পেল ♐SRH-এর বিরুদ্ধে ঝড় তুলে দুরন্ত ৬০ রান করার পর ইডেনের পিচ নিয়ে মুখ খুললেন বেঙ্কি 🔜IPL 2025: ফের বৈভবের বলেই আউট ট্র্য়াভিস হেড! ইডেনে ফিরল IPL 2024 ফাইনালের স্মৃতি 🍬২ হাতেই অসাধারণ স্পিন বোলিং করেন,অংকৃষকে আউট করে IPL-এ ইতিহাস ২২গজের ‘সব্যসাচী’র 𒅌জনসনের জায়গায় মইন আলি কেন? তাহলে কি ইডেনে মনে মতো পিচ পেল KKR! কী বললেন রাহানে? 🐲IPLএ বড় ধাক্কা গুজরাটের! হঠাৎ দেশে ফিরলেন রাবাদা! কবে ফিরবেন ভারত? কেউ জানেন না 🍌ওদের সঙ্গে আমার সম্পর্কটা বিশেষ… ভারতীয় ভক্তদের নিয়ে কী বললেন ‘ভিলেন’ ট্র্যাভিস?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88