সত্যিকারের যারা ফুটবলার হয়, তাঁদের মনের জোর আর বাকিদের মতো হয় না। গোটা একটা সমাজ, কখনও একটা গোটা দেশই উঠে দাঁড়ায় তাঁদের অবলম্বন করে। ১৯৮৬ সালে যেমন আর্জেন্তিনাকে বিশ্ব মানচিত্রে আলাদা করে চিনিয়েছিলেন দিয়োগো আর্মান্দো মারাদোনা। যতদ🎃িন বেঁচে থেকেছেন সমর্থকদের দিকে একটা আঙুল তুলতে দিতেন না। এমন উদাহরণ প্রচুর রয়েছে ফুটবলে।
জামশেদপুরের কাছে হার মোহনবাগানের
বৃহস্পতিবার মোহনবাগানের আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ ছিল জামশেদপুরের জেআরডি কমপ্লেক্সে খালিদ জামিলের দলের বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান খুব একটা ভালো খেলেছে, তা বলা যাবে না। কারণ ২-১ গোলে সেই ম্যাচে মোহনবাগান হেরে যায়, ঘরের মাঠে বরং জামশেদপুরের প্রণয় হালদার, নীখিল বার্লারা দুরন্ত ফুটবল খেলছিলেন সবꦐুজ মেরন শিবিরের বিরুদ্ধে।
জামশেদপুরে আক্রান্ত বাগান সমর্থকরা
এই ম্যাচ দেখতে গিয়েই জামশেদপুরে ব্যাহক আহত না মোহনবাগানের কয়েকজন সমর্থক। পুলিশের লাঠিচার্জে তাঁদের ঘায়েল হতে হয়। মোহনবাগানের কর্মকর্তারা তাঁদের নিয়ে হাসপাতালে যান, এবং সেখানে তাঁর শুশ🍌্রুষা চলে। লাঠির আঘাতে মাথা ফেটে যায় তাঁর, রক্তাক্ত হয়ে যার তাঁর জামা এবং সতীর্থদের গায়ে থাকা মোহনবাগানের জার্সি। ফলে সোমবারের ম্যাচ কার্যত প্রতিবাদের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাগানের কাছে।
সোমবারই বদলা নেব, বললেন পেত্রাতোস
এবার এই নিয়েই বড়♕ মন্তব্য করে দিলেন মোহনবাগানের প্রাণ ভোমরা দিমিত্রি পেত্রাতোস। অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলে আসা এই ফুটবলার বরাবরই বাগান সমর্থকদের অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকেন। নিজে কাদাপাড়ার খুদেদের সঙ্গে মাঠে নেমে মাঝে মধ্যে ফুটবল খেললেও তিনি যে অস্ট্রেলিয়ান সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন দিমি। হুঙ্কার দিয়ে দিলেন, সোমবার ঘরের মাঠে জামশেদপুরকে দেখে নেবেন তিনি। ফুটবলারের মধ্যে এই আগুনটাই থাকা দরকার, এই আগুনটাই নিজের দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা এক দেশের মানুষের কাছেও পেত্রাতোসকে নায়ক বানিয়ে দিয়েছেꦚ।
দিমির হুঙ্কার
সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে দিমিত্রি পেত্রাতোস একটি লেখা পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন।🉐 যেখানে লেখা রয়েছে, ‘আমি আমার দলের তরফ থেকে কথাটা বলছি, এটা মিলিয়ে নিও। আমরা ফিরতি লেগের ম্যাচে এর প্রতিশোধ নেব, আর দেখিয়ে দেব আমরা আমাদের সমর্থকদের জন্য ঠিক কি করতে পারি। যেভাবে তোমরা আমাদের সমর্থন করতে এসেছো, তোমাদের ধন্যবাদ। সাবধানে বাড়ি ফেরো ’।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।