টেনিসবিশ্বে আলোড়ন তুলে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের তরুণ টেনিস তারকা জাকুব🌺 মেনসিক। নোভাক জকোভিচের ১০০তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত করে দিয়েছেন তিনি। অপ্রত্যাশিতভাবেই মিয়ামি ওপেনের ফাইনালে পুরুষদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিককেই তিনি হারিয়ে দিয়েছেন। দুই সেটের লড়াইতেই ১৯ বছর বয়সী এই নবাগত তরুণ ম্যাচ জিতে নিয়েছেন।
মিয়ামি ওপেনে ১৯ বছর বয়সী তারকার উদয়
মিয়ামি ওপেনের ফাইনালে যখন সকলেই জোকারের ১০০তম শি🌜রোপা জয়ের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ম্যাচ দেখতে এসেছিলেন, সেখানেই সবাইকে অবাক করে ম🃏রিয়া লড়াই দিয়ে ম্যাচ জিতে নিলেন জাকুব। খেলার ফল তাঁর পক্ষে ৭-৬, ৭-৬। ম্যাচ শেষে তরুণ প্রতিভা স্বীকার করে নিলেন, আর কাউকে দেখে নয়, জোকারকে দেখেই টেনিসে আসা এবং বড় হওয়া তাঁর। এটাই ছিল তাঁর কেরিয়ারের প্রথম এটিপি ১০০০ মাস্টার্সের শিরোপা জয়।
৯৯ শিরোপায় আটকে জোকার
গতবার প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই ৯৯টি মেজর টাইটেলের মালিক সার্বিয়ান তারকা জকোভিচ, এরপর থেকে যে প্রতিযোগিতাতে🐬ই নেমেছেন, তাঁর ট্রফি জয়ের অপেক্𒉰ষা দীর্ঘায়িত হয়েছে। আর একটা শিরোপা জিততে পারলেন রজার ফেডেরার এবং জিমি কোনোরসের পর তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে মোট ১০০টি ট্রফি জয়ের নজির গড়বেন তিনি।
কে জাকুব মেনসিক?
২০০৫ সালের ১লা সেপ্টেম্বর জন্ম হয় জাকুবের, এর ২ বছর আগ🐬েই পেশাদার টেনিসে পা রাখেন জকোভিচ। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনের জুনিয়র বিভাগের ফাইনালে উঠে প্রথম নজর কেড়েছিলেন মেনসিক, যদিও সোনে তিন সেটের লড়াই শেষে ব্রুনো কুজুহারার কাছে হেরে যান তিনি।
জোকারের জন্যই টেনিসে আসা মেনসিকের
মেনসিকের জীবনের এক বৃত্ত যেন সম্পন্ন হল এটিপি ১০০০ প্রতিযোগিতার ফাইনালে জকোভিচকে হারানোয়, কারণ বরাবরই তাঁর জীবনের সেরা নায়ক সার্বিয়ান🌠 তারকা। আর কত বছর জকোভিচ খেলা চালাবেন তা কেউ জানেন না, তাই আদৌ আর কখনও এই দুই খেলোয়াড় মুখোমুখি হবেন কিনা, সেটাও কেউ জানত না। তাই জকোভিচকে ফাইনালে হারানোর পর যেন স্বপ্নপূরণ হয়েছে জাকুবের। তিনি বলছেন, ‘নোভাক, সকলেই জানে যে তুমিই সেই ব্যক্তি, যার জন্য আমি আজ এখান꧙ে। আমি টেনিস খেলা শুরুই করেছি তোমায় দেখে। টেনিসে তোমায় ফাইনালে হারানোর থেকে আর কোনও কঠিন কাজ নেই। তোমায় অনেক অনেক ধন্যবাদ টেনিসের জন্য তুমি যে অবদান রেখেছো তার জন্য। তুমি একজন অসাধারণ মানুষ, সর্বকালের সেরা ’।
২০২৩ সালে মেনসিক এটিপি চ্যালেঞ্জার শিরোপাও জিতেছিলেন ডোমিনিক কোপফারকে স্পার্টা প্রেগ 🐎ওপেনের ফাইনালে হারিয়ে। চেক প্রজাতন্ত্রের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে তিনি সেই শিরোপা জিতেছিলেন। সেবার ইউএস ওপেনেও তৃতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের অভিষেক টুরেই। রাফায়েল নাদালের পর কনিষ্ঠতম খেলোয়া꧋ড় হিসেবে গ্র্যান্ডস্লামের তৃতীয় রাউন্ডে পৌঁছানোর নজির গড়েন জাকুব।
তবে ২০২৪ সালের কাতার ওপ𒅌েনেই সবাই জাকুব মেনসিকের কথা জানতে পারেন। সেখআনে তিনি অ্যান্ডি মারে, আন্দ্রিউ রুবলেভ, গেল মনফিলসের মতো তারকাদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন। যদিও ফাইনালে কারেন ꦺকাচানভের বিপক্ষে তিনি হেরে যান। কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে তিনি এটির সেরা ১০০ ক্রমতালিকাতেও জায়গা করে নিয়েছিলেবন। মিয়ামি ওপেন জিতে এখন তাঁর ক্রমতালিকা বিশ্বের ২৪।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।