আইএসএলের পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে আগেই সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান। রবিবার তাদের শেষ চারের প্রতিপক্ষও ঠিক হয়ে গিয়েছে। সেমিতে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। ৩ এপ্রিল সেমিতে খালিদ জামিলের ছেলেদের বিরুদ্ধে সেমিতে প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেই ম্য♌াচ খেলতে যাওয়ার আগে কলকাতায় সংবাদিক সম্মেলনে, সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হোসে মোলিনার হুঙ্কার, জামশেদপুরের উচিত মোহনবাগানকে ভয় পাওয়া।
আইএসএলের লিগ পর্ব শেষ হওয়ার পরে মাঝে প্রায় ২৫ দিনের বিরতি ছিল। কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না না এই সময়ে।💃 শুধুমাত্র জাতীয় দলের প্লেয়াররা দু'টি ম্যাচ খেলেছেন। বাকিরা ম্যাচ না খেললেও, প্র্যাকটিসের মধ্যেই ছিলেন। পুরো দলই এখন তেতে রয়েছে। বুধবার সকালে প্র্যাকটিস করে দুপুরের বাসে জামশেদপুর রওনা হবে মোহনবাগান দল।
আরও পড়ুন: ধোনির সঙ্গে ছ༺বি দিয়ে তিন শব্দের পোস▨্ট… নেটপাড়ায় চাঞ্চল্য ছড়ালেন জাদেজা
তার আগে মোলিনা বলে দিলেন, ‘কঠিন ম্যাচ। তবে আমরা তৈরি। আমরা কাপ জিততে চাই। ছেলেরা একশো শতাংশ উজাড় করে দেবে। আমরা সব সময়ে জেতার জন্যই খেলি। ড্রয়ের জন্য নয়। আশা করছি, এবারও আমরা তাতে সফল হব। গোল সংখ্♛যা আরও বাড়তে পারব। আমার দলের প্রতি বিশ্বাস আছে। আমার মনে হয়, আমাদের নিয়ে ওদের ভয় পাওয়া উচিত। আমরা মোহনবাগান। আমাদের দলে একাধিক ভালো প্লেয়ার আছে। ফাইনালে যাওয়াই আমাদের লক্ষ্য।’
তবে জামশেদপুরে খালিদ জামিলের দলের বিরুদ্ধে ম্যাচটা মোটেও সহজ হবে না। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে নর্থইস্ট ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে জামশেদপুর। খালিদ জামিলের দল জিতেছ𝄹িল ২-০ গোলে। তবে মোলিনা নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী।
প্রায় এক মাস পরে মাঠে নামবে মোহনবাগান। সেখানে মাঝে নর্থইস্টের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে জামশেদপুর। দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরায়, শুরুতে🐟 কি মানিয়ে নিতে একটু সময় লাগবে বাগানের প্লেয়ারদের? মোলিনার দাবি অবশ্য, এক মাসের বিরতিতে আমূল পরিবর্তন হয় না। তার মধ্যে একাধিক প্লেয়ার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছে। যার ফলে খেলার মধ্যেই আছে তাঁরা। সেই কারণে কোনও সমস্যা হবে না।
বৃহস্পতিবার বড় ফ্যাক্টর নিঃসন্দেহে খালিদ জামিল নিজে। তাঁর মস্তিষ্কের উপর অনেক কিছু নির্ভ☂র করবে। তবে মোলিনা জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষকে নিয়ে বিশেষ প্ল্যানিং নেই। বিপক্ষের কোচ নিয়েও কোনও মন্তব্য করেননি মোলিনা।
আরও পড়ুন: 🥃'রাহুলের নামেও ৭টি অক্ষর', DC-র বাসের নীচে🎉 লেখা দেখেই নেটপাড়া বলল ধোনিকে খোঁচা?
বাগানের হেডস্যার বলেছেন, ‘আমি প্রতিপক্ষের কোচ নিয়ে কথা বলতে চাই না। আমি ওঁকে সম্মান করি। আগের ম্যাচে জামশেদপুর🀅 দারুণ খেলেছে। ম্যাচটা সত্যিই কঠিন ছিল। নিজেকে ভালো কোচ প্রমাণ করেছে। তবে আমি প্রতিপক্ষকে নিয়ে কোনও দিনই বিশেষ পরিকল্পনা করি না। আমি নিজের দলেই ফোকাস করব।’
এদিকে মনবীর সিং এবং ও আপুইয়া এখনꦦও পুরো সুস্থ নন। বাকিদের সঙ্গে আপুই🌱য়া অনুশীলনের শুরুতে স্ট্রেচিং সহ শারীরিক কসরত করেন। হালকা বল ট্রেনিংও করেছেন। কিন্তু অনুশীলন করেননি মনবীর সিং।