শুভব্রত মুখার্জি: প্রায় দুই দশকের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের পেসার ন্যাট স্কিভার ব্রান্ট। ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে মাতানোর পরে এবার আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ন্যাট। শুক্রবারেই তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ডানহাতি এই পেসার𝓀 ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন।
২০০৪ সালে ইংল্যꦜান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ন্যাটের। দেশের হয়ে সমস্ত ফর্ম্যাট মিলিয়ে খেলেছেন ২৬৭টি আন্তর্জাতিক ম্যাচ। মহিলা ক্রিকেটের অন্যতম সর্বাধিক উইকেট সং🎉গ্রাহকদের মধ্যে অন্যতম তিনি। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে তাঁর দখলে রয়েছে ৩৩৫টি উইকেট। ওয়ানডে ফর্ম্যাটে দেশের হয়ে তিনি ১৭০টি উইকেট নিয়েছেন। গড় ২৪। মহিলা ক্রিকেটে সর্বকালীন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। দেশের হয়ে তিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন।
পাশাপাশি চার☂টি অ্যাসেজ সিরিজেও জিতেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে মহিলা ক্রিকেটে টি-২০ এবং ওয়ানডেতে সর্বাধিক উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। ন্যাটের পক্ষ থেকে একটি বিবৃতি ইসিবি জারি করেছে। যেখানে ন্যাট বলেছেন '১৯ বছর পরে এখানে দাঁড়িয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেটের সফর শেষ হচ্ছে। আমি মনে করেছিলাম হয়ত কোনওদিন আমি এই সিদ্ধান্তে পৌঁছতে পারব না। তবে শেষ পর্যন্ত সেটা আমি পেরেছি। আমার জীবনে নেওয়া অন্যতম কঠিন সিদ্ধান্ত। আমি যা করেছি আন্তর্জাতিক ক্রিকেটে তা কোনওদিন আমি স্বপ্নেও ভাবিনি। আমি চেয়েছিলাম, আমার পরিবার আমি যা করছি তার জন্য সবসময় গর্ব অনুভব করুক। আমি যা অর্জন করতে পেরেছি তা আশাতীত। ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পারাটা আমার কাছে অত্যন্ত গর্বের। এতদিন ধরে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে অ🅷ত্যন্ত গর্বের। ইংল্যান্ডের গোটা ক্রিকেট পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।