জাতীয় গেমসে জোড়া পদক জিতে চমক হুগলির জিরাটের মেয়ে মৌমিতা মণ্ডলের। প্রথমে রুপো এবং পরে সোনা জেতেন তিনি। ১০০ মিটার হার্ডলসে রুপো পান তিনি। অন্যদিকে সোনা জেতেন লং জাম্পে। সব মিলিয়ে একই দিনে জোড়া পদক জিতে বেশ উচ্ছ্বসিত বাংলার এই কন্যা। তবে তাঁর সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা মৌমিতার। জিরাট স্টেশনে একটি ছোট চায়ের দোকান চালান মৌমিতার বাবা। মা গৃহবধূ। সাফল্যের পর এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মৌমিতা বলেন, ‘দুটি ইভেন্টের সময় কাছাকছি হওয়ায় একটু চাপে ছিলাম। ১০০ মিটার হার্ডলসে রুপো জেতায় একটু হতাশ ছিলাম। কিন্তু লং জ🌼াম্পে সোনা জয়ের পর সেটা কেটে গেছে। এখনও পর্যন্ত এটাই আমার কেরিয়ারের সেরা প্রাপ্তি।’
মহিলাদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন জ্যোতি ইয়াররাজি। তিনি সময় নিয়েছিলেন ১৩.১০ সেকেন্ড। বাংলার মৌমিতা সময় নিয়েছিলেন ১৩.৩৬ সেকেন্ডে। অন্যদিকে ৬.২১ মিটার লাফিয়ে লং জাম্পে সোনা জেতেন এই বঙ্গ অ্যাথলিট। গতবছর ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটার হার্ডলস এবং লং জাম্পে জোড়া ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নীরজ চোপড়ার। সেই প্রসঙ্গে মৌমিতা জানান, নীরজ তাঁকে শুধু এ🎃কটাই পরামর্শ দিয়েছিলেন। সেটি 💦হল, ‘সাফল্যের কোনও শর্টকাট হয় না। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও শৃঙ্খলাপরায়ণ হতে হবে। নিজের লক্ষ্য স্থির থাকতে হবে।’ নীরজের এই মন্ত্রেই আজ সাফল্য এসেছে বলে জানান মৌমিতা।
এই মুহূর্তে সামনের দিকে তাকাতে চাইছেন বাংলার এই অ্যাথলিট। তাঁর পরবর্তী লক্ষ্য ভারতের হয়ে এশিয়ান গেমসে পদক জেতা। তিনি বলেন, ‘আগামী বছর এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জিততে চাই। তার আগে ফেডারেশন কাপে সোনা জয়ের লক্ষ্যও রয়ে෴ছে।’ এবার জাতীয় গেমসে পদক জয়ী ক্রীড়াবিদদের জন্য চাকরি ও আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই কথা জেনে খুশি মৌমিতা। তিনি এই মুহূর্তে পূর্ব রেলে চাকরি করেন। মৌমিতা চান তাঁদের উপর আরও বেশি করে প্রচারের আলো পড়ুক। উল্লেখ্য, এখনও পর্যন্ত জাতীয় গেমসে ৯টি সোনা জিতেছে বাংলা। পদক তালিকায় ১২ নম্বরে রয়েছে আমাদের রাজ্য। বাংলা ৯টি সোনা, ৮টি রুপো ও ১১টি ব্রোঞ্জ-সহ মোট ২৮টি পদক জিতেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।