Updated: 07 Jan 2025, 03:54 PM IST
Laxmishree Banerjee
টিন্ডার ডেটিং অ্যাপে পরিচয়। পরবর্তীতে নম্বর দেওয়া-নেওয়া। সম্পর্কের খাতিরে অভিযোগকারী দেখা করতে চাইলে অস্বীকার করে অভিযুক্ত। শুরু হয় ঝামেলা, ব্ল্যাকমেইল। এমনকি গাড়ি ভাঙার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত। বলা হয় যদি সেই টাকা না দেন তাহলে রাইগাছি থেকে তিনি যেতে পারবেন না, গাড়ি ভেঙে দেওয়া হবে। শেষমেশ অভিযোগকারী ভয় পেয়ে ২৮ হাজার টাকা ফোনপের মাধ্যমে দিয়ে বসে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ৩ তারিখে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ রাইগাছি থেকে ২২ বছর বয়সী অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।