বাংলা নিউজ >
দেখতেই হবে > Hema Malini-Baba Ramdev: মহাকুম্ভে বাবা রামদেবের স্নানের ভঙ্গীমায় অপ্রস্তুত হেমা! দেখুন কাণ্ড
Hema Malini-Baba Ramdev: মহাকুম্ভে বাবা রামদেবের স্নানের ভঙ্গীমায় অপ্রস্তুত হেমা! দেখুন কাণ্ড
Updated: 29 Jan 2025, 06:43 PM IST লেখক Ranita Goswami #babaramdev #hemamalini #mahakumbhmela2025 #prayagraj #viralvideo উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, সেখানেই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে গিয়েছিলেনে প্রাক্তন অভিন🐭েত্রী, বিজেপি সাংসদ হেমা মালিনী। সালোয়ার কামিজের সঙ্গে গায়ে গেরুয়া ওড়না জড়িয়ে নিয়ে স্নানে নামতে দেখা যায় হেমাকে। আর ঠিক তখনই সেখানে পুণ্যস্নানে নেমেছিলেন বাবা রামদেব। তাঁর স্নানের ভঙ্গী দেখে হেসে ফেলেন হেমা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে বাবা রামদেবকে স্নানের জন্য ডুব দিতে দেখা যাচ্ছে। আর তাঁর ঠিক পিছনেই তখন দাঁড়িয়েছিলেন হেমা মালিনী সহ আরও অন্যান্য সাধু-সন্তরা। যোগগুরু জলে ডুব দেওয়ার পর সজোরে মাথা নেড়ে তাঁর লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। আর তাতেই রামদেবের চুলের ঝাপটা গিয়ে লাগে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুর মুখে। এমন কাণ্ডে হেসে ফেলেন সকলে, হাসি চাপতে পারেননি হেমাও। তাঁকে রামদেবের উদ্দেশ্যে হাতের ইশারায় কিছু একটা বলতেও দেখা যাচ্ছে।