বুধদেবের কৃপায় বহু রাশিতেই সৌভাগ্যের রেখা চওড়া হয় জাতক জাতিকাদের। ব্যবসা, কথা, বুদ্ধি, অর্থ ব্যবস্থা সহ বিভিন্ন দিকের কারক হলেন বুধ। এই বুধই ২৪ ঘণ্টার মধ্যে উদিত হতে চলেছেন। তার প্রভাব ১২ রাশিতে পড়লেও, সবচেয়ে বে🦩শি প্রভাব পড়বে ৩ রাশিতে। কোন ৩ রাশিতে বুধের উদয়ে শুভ ফল আসতে পার𒐪ে, তার হদিশ রইল রাশিফলে। দেখা যাক, কারা লাকি?
কুম্ভ
আপনার গোচর কুণ্ডলীতে ধন আর বাণীর স্থানে বুধ গ্রহ উদিত হতে চলেছেন। এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে। এই সময় পৈতৃক সম্পত্তি থেকে লাভ আসতে পারে। আপনার কথার প্রভাবেও অনেকে আকৃষ্ট হবেন। অনেকেই আপনার কথায় ইমপ্রেস হতে পারেন। মিডিয়া, মার্কেটিং বহু ক্ষেত্রে আসতে পারে 🎉লাভ। আপনি যে পরিকল্পনা করেছেন, তা সফল হতে পারে।
( April 2025 Graha Gochar: এপ্রিল ২০২৫ এ শনি, সূর্য সহ ৫ ꦬবড় গ্রহের দাপুটে চালে💃 কপাল খুলবে অনেকের! মকর সহ কারা লাকি?)
( Ashok Shashthi 2ꦿ025 T𝔉ithi: ২০২৫ অশোক ষষ্ঠী কবে? তিথি কখন থেকে পড়ছে! দেখে নিন পুজোর রীতি)
( Fasting Routine of Modi: চৈত্র নবরাত্রিতে মোদীর উপবাসের রুটিন কী! দিনে শুধু একবারই কী খান? রইল চতুরཧ্মা🌊স পালনে তাঁর ডায়েট)
( April 2025 Holiday List: ২০২৫ এপ্রিলে রাজ্য় সরꦺকারি অফিসের ছুটির লিস্ট রইল! নববর্ষের মাসে কোন কোন তারিখে রয়েছে হলিডে?)
বৃষ
আপনার রাশি থেকে আয় ও লাভের ভাব তৈরি হবে। আয়ে ভালো উন্নতির যোগ তৈরি হবে। আয়ের নতুন নতু📖ন উৎস খুঁজে পাওয়া যাবে। আর্থিক পরিস্থিতি ভালো রাখতে নতুন নতুন যোজনা তৈরি হতে পারে। ধন বৃদ্ধির বিশেষ যোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো কাটবে। যাঁরা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তাঁরা পাবেন লাভ। 😼এই সময়কাল আপনার জন্য অনুকূল।
ধনু
বুধের উদয় আপনার জন্য লাভপ্রদ। এই উদয় আপনার গোচর কুণ্ডলীতে চতুর্থভাবে উদিত হতে চলেছেন। এই সময় কোনও গাড়ি কিম্বা সম্পত্তি কিনতে পারেন। কেরিয়ারে কোনও নতুন প্রমোশন বা প্রজেক্ট আসতে পারে। আর্থিক দিক থেকেও এই সময় বেশ লাভদায়ক। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়কাল ভালোর দিকে যাবে। মা ও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সময় ভালো কাটবে। সম্পর্ক মজবুত𝓰 হবে।