Chaitra Amavasya 2025 Tithi: চৈত্র ২০২৫এ রয়েছে শনি অমাবস্যা! কত তারিখ, কখন থেকে শুরু তিথি? রইল পঞ্জিকামত
2 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2025, 05:00 PM IST🐈২০২৫ চৈত্র অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে সেদিকে নজর রাখা যাক।
🐈২০২৫ চৈত্র অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে সেদিকে নজর রাখা যাক।
🥀 হিন্দুশাস্ত্রে অমাবস্যার বিশেষ মান্যতা রয়েছে। ২০২৫ সালে যে কয়টি অমাবস্যা তিথি রয়েছে, তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল চৈত্র অমাবস্যা। অমাবস্যায় পবিত্র নদীগুলিতে অনেকেই পিতৃতর্পণ করে থাকেন। শাস্ত্র অনুসারে বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হল এই চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা সম্পন্ন হলেই, শুরু হয়ে যাবে, চৈত্র নবরাত্রি। তার আগে, ২০২৫ চৈত্র অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে সেদিকে নজর রাখা যাক।
🎃চলতি বছরে চৈত্র মাসের অমাবস্যা পড়ছে শনিবার। আর সেই কারণেই একে শনিশ্চরি অমাবস্যা বা শনি অমাবস্যা বলা হয়। এই বিশেষ তিথির অমাবস্যায় অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকেন। এই দিনে পিতৃদেবকে প্রসন্ন করতে, শনি অমাবস্যার দিনে বাড়ির মূল দরজায় প্রদীপ রাখা হয়ে থাকে। মনে করা হয়, মূল দরজার সামনে প্রদীপ রাখলে তাতে ঘরে লক্ষ্মী সন্তুষ্ট হন। বাড়ির দক্ষিণে প্রদীপ রাখলে তাতে পিতৃপুরুষ সন্তুষ্ট হন বলে মনে করা হয়।