বাংলাদেশের ক্ষমতায় তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসার পর প্রথমবার চিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। দিল্লি-ঢাকা বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে মহম্মদ ইউনুসের এই চিন সফর বেশ তাৎপর্যবাহী। স্বভাবতই এই সফরের দিকে নজর রাখছে দিল্লিও। জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ চিনের মাটিতে পা রাখতে চলেছেন ম♌হম্মদ ইউনুস। এরপর ২৮ মার্চ রয়েছে মহম্মদ ইউনুস ও শি জিনপিংয়ের সাক্ষাৎ। ইউনুসের সফরে কী আলোচনা হতে পারে ঢাকা-বেজিংয়ের?
গত বছর জুলাই মাসে চিন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। তাঁর সফর ছিল ৮ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ তখন হাসিনা বিরোধী বিক্ষোভের আগুনে ফুটছে, তখন অসুস্থ ছিলেন হাসিনা কন্যা পুতুলও। চিনের সফর মাঝপথে কাটছাঁট করে ১১ জুলাইয়ের 🌳একদিন আগে বাংলাদেশে ফিরেছিলেন শেখ হাসিনা। এরপর ৫ অগস্ট তাঁর সরকারের পতন ঘটে জনতা-ছাত্র অভ্যুত্থানের জেরে। এরপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জলরাশি। আরও এক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন চিন সফরে। যদিও এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলাদা। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে বেজিং ও ঢাকার কূটনৈতিক মহলের খবর অনুযায়ী, চিন ও বাংলাদেশের ৫০ বছর পূর্তি সামনে রেখে সামগ্রিক রাজনৈতিক সম্পর্ক জোরালো করার দিকটি যেমন থাকছে, তেমনই অর্থনৈতিক খাতে সহযোগিতায় অগ্রাধিকার রাখবে ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসের চিন সফরে, বেজিংয়ের তরফে সামগ্রিক রাজনৈতিক সহযোগিতায় দজোর থাকবে বলে 💝খবর। আর এই রাজনৈতিক সহযোগিতাকে কেন্দ্র করে এক চীন নীতি এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (জিডিআই) বাংলাদেশকে সংযুক্ত করার কৌশলী প্রয়াস থাকতে পারে চিনের তরফে, বলে খবর।
জিডিআই কী?
চিনের 'গ্লোবাল ডেভে꧂লপমেন্ট ইনিশিয়েটিভ' বা জিডিআই হল চিনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ। যা ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চিন ঘোষণা করে। করোনা মহামারি প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে বিশ্বকে একত্রিত করার ডাক দেয় চিন। চিনের এই উদ্যোগে বিশ্বের নানান দেশকে তারা যুক্ত করতে চায়। এদিকে, জিডিআইতে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে ঢাকার তরফে তৌহিদ হোসেন বলেন,'আমি এই বিষয়ে নিশ্চিত নই। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই, তবে আমরা এর অংশ হব কি না তা দেখতে হবে।'
ইউনুসের সফরসূচি:-
চিনের পাঠানো চার্টারে ২৬ মার্চ দুপুরেই চিনের উদ্দেশে রওনা হবেন মহম্মদ ইউনুস। এমনই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। তিনি পৌঁছবেন হাইনানে। হাইনানে রয়েছে বিএফএ সম্মেলন। এরপর ২৮ মার্চ চিন-বাংলাদেশের রাষ্ট্রনেতাদের বৈঠক। সফরের শেষ দিনে অ꧂র্থাৎ ২৯ মার্চ তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দেবেন মহম্মদ ইউনুস।