গজকেশরী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেয়ে থাকেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, এই গজকেশরী যোগের জেরে ১ এপ্রিল থেকে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের যুতিতে তৈরি হতে চলেছে গজকেশরী যোগ। তারফলে💜 একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন এপ্রিল মাসের শুরু থেকেই। গুরু আর চন্দ্রের যুতি কবে শুরু? আর কবে শেষ? তারফলে কারা লাকি? দেখে নিন লাকি রাশিদের তালিকাও।
মিথুন
মিথুন রাশির জাতক জাতিকরা মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন। ধর্মের দিকে এই সময় আপনার ঝোঁক বাড়বে। কেরিয়ারের দিক থেকে দেখলে, দীর্ঘ দিন ধরে যাঁরা খোঁজ করছেন চাকরির, তাঁরা পেতে পারেন 𒆙লাভ। প্রমোশনের সঙ্গে বেতন বৃদ্ধির যোগ দেখা যাবে। ব্যবসায় তুমুল মুনাফা হবে। আপনার ব্যবসার দিক থেকে তৈরি হওয়া রণনীতি খুবই কার্যকরী হবে। শিক্ষার দিক থেকে লাভ হবে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে বলে মত জ্যোতিষশাস্ত্রের।
বৃষ
এই পরিস্থিতিতে আপনি আত্মমন্থন করবেন। আপনি নিজের অন্দরে অনেক বদল আনতে পারবেন। এই সময় নানান দিক থেকে লাভ পাবেন। গুরুর আশীর্বাদে আপনি সব দিক থেকে অপার সাফল্য পাবেন। এই সময় সমাজে মান সম্মান বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। মা বাবা গুরু আর মেন্টরের পুরো সমর্থন পাবেন। নিজের লক্ষ্য প্রাপ্তিতে আপনার সহায়তা হবে। জীবনসঙ্গীর সঙ𝔍্গে আপনার ভালো সময় কাটবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে।
( Chaitra amavasya 2025 Time: চৈত্র অমাবস্যা ২০২৫ আজ আর কতক্ষণ থাকছে? রইল তဣিথি, সূর্যগ্রহণের সময়কাল)
মীন
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এꦚই সময় সম্পন্ন হতে চলেছে। এই সময় ধন সম্পত্তির দিক থেকে আপনার বিপুল লাভ হতে পারে। আপনি নিজের চেষ্টার জোরে অনেক জনপ্রিয়তা অর্জন করতে পারেন। আপনার কোনও আইডিয়া নিয়ে আপনার অফিসের বস খুশি হতে🤪 পারেন। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটতে চলেছে। এই সময় সব ক্ষেত্র থেকে ভালো সাফল্য পাবেন।
গজকেশরী যোগ কবে শুরু, কবে শেষ?
গজকেশরী যোগ ত𝐆ৈরি হতে চলেছে, ১ এপ্রিলেই। সেদিন বিকেল ৪ টে ২৯ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। আর এই অবস্থান থেকে চন্দ্র বেরিয়ে যাবেন ৩ এপ্রিল, ২০২৫ সালে🎀। সেদিন সন্ধ্যা ৬ টা ২১ মিনিট পর্যন্ত বৃষ রাশিতেই থাকবেন চন্দ্র। তারফলে ৩ এপ্রিল পর্যন্ত বৃষ রাশিতে গজকেশরী যোগ স্থায়ী হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তানꦕ টাইমস বাংলা।)