জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনি হলেন বলশালী। শনিদেবই একমাত্র গ্রহ, যাঁর প্রভাব সবচেয়ে বেশি সময় ধরে থাকে সব রাশিতে। শনিদেব একটি নꦰিশ্চিত সময় পর পর নিজের রাশি কিম্বা নক্ষত্র পরিবর্তন করে থাকেন। আর সেই রাশি কিম্বা নক্ষত্♏রে দীর্ঘ সময় ধরে থাকেন। বর্তমানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন শনিদেব। আগামী ২ মার্চে হোলির আগে, এই নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করে যাবেন। ২৭ বছর পর শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে তার তৃতীয় ধাপে আসার ফলে কিছু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা হতে পারেন লাকি! রইল তালিকা।
কর্কট
পূর্বভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় ধাপে শনিদেব আসার পর থেকে কর্কট রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। এই সময় আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। চাকরিতে উন্নতির যোগ থাকবে।🐟 নতুন চাকরির ফলে স্থান পরিবর্তন হতে পারে। 🌳জীবনে নানান ধরনের আনন্দ আসতে পারে। আপনি যদি কোনও কাজে ধৈর্য ধরেন, তাহলে সাফল্য আসবে। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে।
( Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে চন্দ্🐓রের গোচর ধনিষ্ঠায়! এই ৩ রাশিতে তুলকালাম উন্নতির সম্ভাবনা)
কন্যা
এই রাশির জাতক জাতিকারা আত্ম🍎মন্থন করবেন। আপনার কথা বার্তায় সাম্য আসবে। আপনার কথায় অনেক প্রসিদ্ধি পাবেন। চাকরির দিক থেকে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। স্বাস্থ্য় নিয়ে সচেতন থাকতে হবে। ফালতু খরচা থেকে নিজেকে সরিয়ে নিন। বেকার খরচা থেকে নিজেকে বাঁচান। ভেবে চিন্তা করে খর𝐆চা করুন।
মীন
এই রাশির জাতক জাতিকাদের কাজের প্রশংসা চলবে সর্বত্র। চাকরি ও ব্যবসায় বিপুল লাভ পেতে পারেন। মান সম্মান বৃদ্ধি হতে পারে। প্রশাসন ও রাজনীতির দিক থেকে জুড়ে যাঁরা রয়েছেন, তাঁদের লাভ আসার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসার দিক থেকে লাভ হবে। আপনার কাজের ক্ষেত্রে রণনীতি আপনার জন্য খুবꦺই সাফল্য দিতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে। আপনি বহু ক্ষেত্রে আপনি পেতে পারেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মা💙ন্যতা নির্ভর। এর সত্যতা যাꦿচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)