সনাতন ধর্মে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই শিবরাত্রিতে দেবাদিদেব ও মা পার্বতীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিশ্𒊎বাস করা হয়। হিন্দু ধর্মে এই শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রি পড়েছে বুধবার, ২৬ ফেব্রুয়ারি। এই বছরের মহাশিবরাত্রিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন চন্দ্রদেব। তার প্রভাব সব রাশিতে পড়বে। কোন কোন রাশি লাভবান হবে, কোন রাশির ভাগ্য ঘুরে যেতে প♛ারে দেখা যাক।
মেষ
এবারের মহাশিবরাত্রি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে মনে করা হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে মহাশিবরাত্রি থেকে। কেরিয়ার সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন। যারা ব্যবসা করছেন তা🥂রা আর্থিক লাভের অনেক সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সম্মান পেতে পারেন। এ ছাড়া অর্থ সংক্রান্ত সমস্যার অবসান হবে। অযথা ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। পরিবারে কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে। সন্তান সংক্রান্ত কিছু ভালো খবর পাবেন।
( Navapancham Rajyog: আর ৪৮ ঘণ্টা পর থেকে মঙ্গল, বুধের কৃপায় প🍌কেট ভরতে পারে কাদের? আসছে নবপঞ্চম যোগ)
কর্কট
যারা চাকরি খুঁজছেন তাঁরা ভালো অফার পেতে পারেন। এই দিন থেকে কর্কট রাশির জাতকদের ব্য🐟বসায় উন্নতি হ🐽বে। এর পাশাপাশি ব্যবসায়ীরা বিপুল আর্থিক লাভের সুযোগ পাবেন। এছাড়া মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। জীবনে সুখ থাকবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। সন্তান সম্পর্কিত কোনও সুখ পাবেন। পাবেন ভগবান শিবের অপার কৃপা।
ধনু
ধনু রাশির জাতক জাতিকার জন্য চলতি বছরের শি📖বরাত্রি খুবই বিশেষ। এই সময় কেরিয়ারে উন্নতির রেখা দেখা যাবে। চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে দারুন সাফল্য পেতে পারেন। আধিকারিকদের সহযোগিতা প্রাপ্ত হবে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ থাকবে।পরিবারে বাবা মায়ের মতো কোনও বড় সদস্যের আর্থিক সহযোগিতা প্রাপ্ত হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যত𒁃া নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )