বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মফলদাতা শনিদেব, ২৯ মার্চ কুম্ভ রা♛শি থেকে বেরিয়ে মীন রাশিতে গোচর করে নিয়েছেন। উনি ৪ এপ্রিল মীন রাশিতে উদিত হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মীন রাশিতে শনিদেব ৩০ বছর পর উদিত হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, এমনই দাবি জ্যোতিষমতের। দেখা যাকꦆ, সৌভাগ্য ফিরছে কাদের?
জ্যোতিষশাস্ত্রমতে ৩ টি রাশি এমন রয়েছে🐠, যাঁদে🏅র ভাগ্য পাল্টাতে পারে শনিদেবের উদয়ে। কোন কোন রাশির ভাগ্যে উন্নতি রয়েছে, দেখা যাক।
মিথুন
শনিদেব আপনার রাশিতে কর্মভাবে উদিত হতে চলেছেন। এই সময় আপনার কাজের দিক থেকে বিশেষ উন্নতি হতে চলেছে। এই সময় যাঁরা রোজগারের চেষ্টা করছেন, তাঁরা পেতে পারেন ♌সুখবর। কাজের দিক থেকে ভালো লাভ হতে পারে। কেরিয়ারের দিক থেকে এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন। কর্মস্থলে আপনার পরিশ্রম কাদে দেবে। আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। চাকরিরতদের পদোন্নতির যোগ দেখা যাবে। এই সময় ধনলাভ ভালো হবে। ব্যবসা বিস্তার লাভ করবে।
বৃষ
এই সময় আপনার ভাগ্যে তুমুল সুখের যোগ রয়েছে। আপনার ভাগ্যে নানান দিক থেকে চমক আসতে পারে। কোথাও কাজের সূত্রে যাতায়াত করতে পারেন। আয়ে হু💛 হু করে বৃদ্ধি লাভ হবে। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজ এই সময় করতে পারেন। কেরিয়ারে ভালো প্রমোশন হতে পারে। এমনই মত জ্যোত💝িষ গণনার। আর্থিক দিক থেকে এই সময় খুবই শুভ। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকতে পারে। পরিবারের সঙ্গে সামঞ্জস্য তৈরি হতে পারে।
ধনু
শনিদেবের গোচরে ধনু রাশির জাতক জাতিকার জীবনে বড় লাভ আসতে পারে। আপনার সুখ সুবিধার ভাগ্য এই সময় ভালোর দিকে যেতে পারে। কোথাও থেকে জমি বাড়ি কিনতে পারেন। ব্যবসা আর কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবার ফল দেবে। এই সময় আপনার চেষ্টা ভালো ফল দেবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও ℱমধুর হবে। শ্বশুরবাড়ির সঙ্গেও ভালো সম্পর্ক স্থಌাপিত হবে।
বাসন্তী পুজোর সময় শনিদেবের উদয়?
উল্লেখ্য, নবরাত্রি ২༒০২৫র মাঝে বাংলা জুড়ে বাসন্তী পুজো নিয়ে প্রস্তুতি তুঙ্গে। এই পুজোর তিথি চলতি বছরে ৩ এপ্রিল থেকে পড়ছে। এদিক🅺ে, ৪ এপ্রিল রয়েছে শনিদেবের উদয়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হ♏িন্দুস্তান টাই𒁏মস বাংলা।)