জ্যোতিষশাস্ত্রমতে, বুধ আর শনির অবস্থান নানান দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ জাতক জাতিকাদের জীবনে। আসন্ন সময়ে খুব শিঘ্রই বুধ আর শনি তৈরি করবে যুতি। তারফলে বহু রাশির ♒জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। যার প্রভাব সমস্ত রাশিতে গিয়ে পড়বে। শনিদেব যখন বুধের সঙ্গে যুতি করেন, তার সুপ্রভাবও থাকে যেমনস তেমনই থাকে, তার কুপ্রভাব। দেখা যাক, আসন্ন মাসের শুরুতেই শনি ও বুধের যে যুতি রয়েছে, তাতে লাভ কাদের।
মেষ
আসন্ন সময়ে আয় বাড়তে পারে হু হু করে। কোনও সোর্স থেকে বা কোনও নতুন মাধ্যম থেকে এই আয় হু হু করে বাড়তে পারে। এই সময় যাঁরা সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছেন, তাঁরা নানানভাবে লাওভ পেতে পারেন। সন্তানের সম্পর্কিত কোনও স😼ুখবর এই সময় পেতে পারেন। আপনি এই সময় বিনিয়োগ থেকে বিপুল লাভ পাবেন। লটারি এই সময় কাটা থাকলে, তা থেকে লাভ পেতে পারেন।
( Metro Service in Kolkata on Christmas 2024: বড়দিনের রাতে আজ মেট্রো কতক্ষণ চলবে ? হাওড়া-শিয়ালদায় থাকবে বাড🐭়তি বাসও)
( Azerbaijan plane:মাটিতে আছড়ে পড়তেই ভয়াবহ অগ্নিস্ফূলিঙ্গ! রুশগামী দগ্ধ বিমান থেকে ꦕউদ্ধার ২৮, মৃত ৩৯, শোক প্রকাশ পুত𝓰িনের)
( Bangladesh linked terrorists: এড়ানো গেল বড় নাশকতা! বাংলাদেশের জঙ্গি সংগ🦋ঠনের আরও ২ সদস্য ধৃত, অসমে উদ্ধার বিপুল অস্ত্র)