ট্যাংরায় একই পরিবারꩵের ৩ সদস্যের দেহ উদ্ধার নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, তারই মধ্যে একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার হল বীরভূমে। মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় মা ও তাঁর ২ নাবালক সন্তানের দেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ সুপার পৌঁছে দোষীদের গ্রেফতারির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় লক্ষ্মী মাড্ডি নামে এক মহিলা তাঁর নাবালক ছেলে ও মেয়েকে নিয়ে বাস করতেন♕। লক্ষ্মীদেবীর স্বামী দুর্গাপুরে শ্রমিকের কাজ করেন। শুক্রবার সকালে ঘরের ভিতর মা ও তাঁর ২ না꧙বালক সন্তানের দেহ দেখতে পান স্থানীয়রা। লক্ষ্মী মাড্ডি (২৫) ও তাঁর মেয়ে রূপালির দেহ পড়েছিল খাটের ওপরে কম্বল জড়ানো অবস্থায়। আর ৮ বছরের ছেলে অভিজিতের দেহ পাওয়া যায় খাটের নীচে। তিন জনের মাথাতেই আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে ꦯঘটনাস্থলে পৌঁছয় মহম্মদবাজার থানার পুলিশ। কিন্তু খুনিকে গ্রেফতারির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার অমনদীপ। তিনি স্থানী🍌য়দের আশ্বস্ত করলে বিক্ষোভ ওঠে।
স্থানীয়দের দাবি, রাতে ঘুমন্ত অবস্থায় লক্ষ্মীদেবী ও তাঁর ২ সন্তানকে খুন করে রেখে গিয়েছে কেউ বা কারা। পুলিশকে অবিলম্বে খুনিকে খুঁজে বার করত🌠ে হবে। ঘটনার তদন্তে নেমে নিহত বধূর স্বামীকে খুঁজছে পুলিশ। কী কারণে এই খুন হয়ে থাকতে পারে তা তাঁর কাছ থেকে জানার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা।