দু'জনেই তরুণ ক্রিকেটা൩র। আইপিএলের মঞ্চে নিজেদের জাত চেনানোর চেষ্টা করছেন। মেলে ধরার চেষ্টা করছেন নিজেদের। আর সেই লড়াইয়ে বাজিমাত করে রীতিমতো আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠলেন লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি। পঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যের গায়ের উপর উঠে গিয়ে ‘নোটবুক’ সেলিব্রেশন করেন অনামী স্পিনার। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গ🐓িয়েছে নেটপাড়ায়। সকলেরই মোটামুটি একটা প্রশ্ন, দু'জনের কি আগে থেকে কোনও ঝামেলা ছিল? তারই কি প্রতিশোধ তুললেন দিগ্বেশ?
গায়ে গা দিয়ে সেলিব্রেশন অনামী স্পিনারের
সেটার উত্তর অবশ্য আপাতত মেলেনি। তবে দিল্লি প্রিমিয়র লিগে একই দলে খেলেন দিগ্বেশ এবং প্রিয়াংশ। মঙ্গলবার সেই দিগ্বেশের প্রথম বলেই চার মারেন পঞ্জাবের ওপেনার। দ্🧸বিতীয় বলেই তাঁকে আউট করার সুযোগ পেয়ে যান দিগ্বেশ। কিন্তু স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ফস্কে ফেলেন মিচেল মার্শ। শেষপর্যন্ত পঞ্চম বলে প্রিয়াংশকে আউট করে দেন লখনউয়ের স্পিনার।
আরও পড়ুন: ভিডিয়ো:🅘 কোহলির RCB-র ডিনার পার্টিতে CSK ভক্ত! নিজের 𓆉হোটেলে ধোনি ফ্যানকে দেখে কী করলেন বিরাট?
আর তারপরই দৌড়ে প্রিয়াংশের দিকে চলে যান দিগ্বেশ। প্রিয়াংশের গায়েও গা ঠেকে যায়। সেই অবস্থায় ❀‘নোটবুক’ সেলিব্রেশন করতে থাকেন দিগ্বেশ। যদিও প্রিয়াংশ কিছু বলেননি। আউট হয়ে গিয়ে মাথা নীচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যান বাঁ-হাতি ওপেনার। সেটা দেখে অনেকে বলতে থাকেন, দু'জনের মধ্যে ঝামেলা বেঁধে গেল নাকি স্রেফ দুই বন্ধুর মধ্যে মজার অংশ ছিল এটা?
আরও পড়ুন: IPL 2025: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ লাইভ শো-তে ঋষভ পন্তকে খোঁ🌳চা দিলেন সুনীল গ𓄧াভাসকর
রেগে লাল হয়ে গেলেন গাভাসকর
উত্তরটা যাই হোক না কেন, দিগ্বেশের সেলিব্রেশনে মোটেও খুশি হননি ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। রীতিমতো রেগে গিয়ে তিনি বলতে থাকেন, পাঁচটি ডট বল করার পরে উইকেট পেলে এরকম সেলিব্রেশন ঠিক আছে। কিন্তু চার খেয়ে উইকেট নেওয়ার পরে এরকমভাবে 🉐উচ্ছ্বাস প্রকাশ করার অর্থ হল, বোলার নিজেও আশা করেননি যে তিনি উইকেট নিতে পারবেন।
বিরাটের কথা মনে আছে তো? কটাক্ষ গাভাসকরের
সেইসঙ্গে বিরাট ꦬকোহলির কথাও স্মরণ করিয়ে দেন গাভাসকর। ২০১৭ সালে জামাইকায় একটি টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের উইকেট নিয়ে খাতায় লিখে রাখার মতো ‘নোটবুক’ সেলিব্রেশন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কেসরিক উইলিয়ামস। দু'বছর পরে সেটার উত্তর দিয়েছিলেন বিরাট। উইলিয়ামসকে বেধড়ক পিটিয়ে পালটা ‘নোটবুক’ সেলিব্রেশন করেছিলেন ভারতের তারকা ব্যাটার।
মঙ্গলবার উইলিয়ামসের মতো দিগ্বেশের সেলিব𒆙্রেশন দেখে গাভাসকর বলেন যে ওয়েস্ট ইন্ডিজের এক প্রাক্তন বোলারও বিরাটের সঙ্গে এরকম আচরণ করেছিলেন। তারপর বিরাট একের পর এক বাউন্ডারি নোটবুক সেলিব্রেশন ফিরিয়ে দিয়েছিলেন বলে কটাক্ষ করেন গাভাসকর।