সোমবার থেকে গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে মাধ্🧜যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তায় তা চলছে সর্বত্র। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে মুখোমুখি হচ্ছে প্রশ্নের। পাল্টা উত্তর লিখতেও ব্যস্ত পরীক্ষার্থীরা। কেমন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা? এই প্রশ্নের উত্তর পেতে টানটান স্নায়ুর লড়াই শুরু হয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকদেরও। তবে এতকিছুর মধ্যে আসছে কোথাও নকল করতে গিয়ে ধরা পড়ছে পরীক্ষার্থীবা, কোথাও বোনের হয়ে দিদি দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা ভাল না হওয়ায় আত্মহত্যার ঘটনা। কিন্তু এবার এল চাঞ্চল্যকর খবর। ক্যানিংয়ে নিখোঁজ হয়ে গেল এর মাধ্যমিক পরীক্ষার্থী। আর তা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে।
পরীক্ষা দিতে যাওয়ার কথা যে ছাত্রীর সে নিখোঁজ হয়ে যাওয়ার খবর চাউর☂ হতেই উদ্বেগ চরমে উঠেছে ওই ছাত্রীর পরিবারের। এই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা এখন পুলিশের কাছে গিয়েও পৌঁছেছে। অনেকেই আশঙ্কা করছেন, ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। আবার স্থানীয় কিছু মানুষজনের অনুমান পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ায় ছাত্রীটি বাড়ি ছেড়েছে। কিন্তু এসবের মধ্যে উদ্বিগ্ন নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা এখন থানায় অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে এই নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই পরীক্ষার্থী ছাত্রীর পরিবারও নানা জায়গায় খোঁজ শুরু করেছেন।
আরও পড়ুন: আবার ভোটকুশলী হিসাবে মাঠে নামছেন প্রশান্ত কিশোর, ‘বিশেষ পরামর্শদাতা’ পদ পেলেন
পুলিশ সুত্রে খবর, ক্যানিং থানার অন্তর্গত গলাডহরা গ্রামের বাসিন্দা নারায়ণ হালদার। আর তাঁর মেয়ে পার্বতী হালদার। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় নলিয়াখালি জিএন হরিনারায়ণী বিদ্যাপীঠের ছাত্রী। ওই ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল ক্যানিংয়ের ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুলে। কিন্তু প্রথমদিনের পরীক্ষার সময়ই নিখোঁজ হয়ে যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। এই অভিযোগ পরিবার করার পর নানা জায়গায় খোঁজখবর করা হয়েছে। এখনও কোনও সন্ধান মেলেনি। সেক্ষেত্রে দ্বিতীয় প🌳রীক্ষা দিতে পারল না ওই পরীক্ষার্থী। কিন্তু কেন এমন করল? তা কেউ বুঝতে পারছেন না।
পরিবার সূত্রে খবর, সোমবার বাংলা পরীক্ষার দিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। খবর পাওয়া গিয়েছে মাধ্যমিক পরীক্ষাও দিতে যায়নি মাধ্যমিক পরীক্ষার্থী পার্বতী হালদার। পরিবারের সদস্যরা এই খবর পেয়ে বিস্তর খোঁজাখুঁজি করেছে। ওই ছাত্রীর এখনও কোনও হদিশ মেলেনি। তারপর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই ছাত্রীর খোঁজ পেতে পুলিশ💮ের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিখো🌠ঁজ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে ওই পরীক্ষার্থী। তবে খোঁজ জারি আছে।