বড়সড় ফাঁড়া কাটল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে যখন বর্ধমানে যাচ্ছিলেন, সেইসময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতির কনভয়ের সামনে আচমকা একটি লরি ব্রেক কষে। তার জেরে কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে সামান্য ধাক্কা হয়। তবে সৌরভ যে গাড়িতে ছিলেন, তাতে কোনওরকম বিপদ হয়নি। ওই গাড়িটি ক্ষতি🔯গ্রস্ত হয়নি। সৌরভ পুরোপুরি সুস্থ আছেন। পরবর্তীতে বর্ধমান বিশ্ববি🔥দ্যালয়ের অডিটোরিয়াম হলে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন। খোশমেজাজে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আচমকাই ব্রেক সামনে থাকা লরির, তাতেই দুর্ঘটনা
আর বৃহস্পতিবার সকালে তাঁর কনভয়ে যখন দুর্ঘটনা ঘটে, তখন ওই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সূত্রের খবর, দুর্ꦅগাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় হুগলির দাদপুরের কাছে সৌরভের কনভয়ের সামনে দিয়ে একটি লরি যাচ্ছিল। আচমকাই ব্রেক কষেন লরির চালক। যাতে ধাক্কা না লেগে যায়, সেজন্য অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত ব্রেক কষেন সৌরভের গাড়ির চালকও।
তবে ভারতের প্রাক্তন অধিনায়কের কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে মৃদু ধাক্কা হয়। ওই দুটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির চালক-সহ সকলে সুস্থ আছেন। সুস্থ আছেন সৌরভও। তাঁর গাড়ির কোনও🍷 ক্ষয়ক্ষতি হয়নি বলে দাদপুর থানার পুলিশ সূত্রে খবর। সেই পরিস্থিতিতে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন সৌরভ।
প্রতি মুহূর্তে পারফর্ম করতে হয়েছে, জানালেন সৌরভ
সেই অনুষ্ঠানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে সৌরভকে সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ প্রতিকৃতি। একটি প্রশ্নের 🧔উত্তরে ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, তাঁর জীবন কখনওই সহজ ছিল না। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে অধিনায়কত্ব সামলানো - তা𒁏ঁকে সবসময় পারফর্ম করতে হয়েছে। পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে হয়েছে নিজেকে। থাকতে হয়েছে প্রচণ্ড চাপের মধ্যেও।
সমালোচনা চলবেই, তবে….., জীবনের টিপস সৌরভের
সেইসঙ্গে 𝓡জীবনের পথে এগিয়ে চলার টিপস দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সাফল্য পাওয়ার জন্য নিজের পেশার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা থাকতে হবে। সমালোচনা হবেই। সমালোচনা চলতে থাকবে। তবে শেষপর্যন্ত পরিশ্রমের ফ💫ল ভালোই হয়।’ তারইমধ্যে হালকা মেজাজে এক ছাত্রী প্রশ্ন করেন, ছোটবেলায় সৌরভ কী ভালোবাসতেন? সেটার জবাবে মুচকি হেসে ‘দাদা’ বলেন, ‘ব্যাট এবং বলই আমার প্রিয় সঙ্গী ছিল।’