সাত সকালে পড়ুয়া বেঝাই স্কুল বাস দুর্ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে৷ জানা গিয়েছে পড়ুয়া ভর্তি ওই স্কুল বাসটি যাচ্ছিল শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে। জলপাই মোড়ে পৌঁছতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। ছুটে এস🦹ে তারা দেখতে পান স্কুল বাসটি💟র গোটা পেছনের অ্যাক্সেল খুলে বেরিয়ে এসেছে।
স্থানীয়রা তড়িঘড়ি ওই স্কুল বাস থেকে পড়ুয়াদের উদ্ধার কাজ শুরু করেন। এমন দৃশ্য দেখে র🍸াস্তায় রীতিমতো ভিড় জমে যায়। তবে কারও তেমন কোনও চোট লাগেনি। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। বাসটিতে ১৭ জন ღপড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় রীতিমতো গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে দ্রুত ট্রাফিক পুলিশ পৌঁছে স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের উদ্ধার কাজে হাত লাগায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ। কী করে অ্যাক্সেল খুলল তা তদন্ত করে দেখছেন তাঁরা।