টানা দুই ম্যাচ হারার পর, মুম্বই ইন্ডিয়ান্স অবশেষে আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে সোমবার প্রথম জয়ের স্বাদ পেয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি তাদের তৃতীয় ম্যাচে এই জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই জয় ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সুখবর হচ্ছে, তাদের তারকা🐎 ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে সূꦯর্যকুমারকে নিয়ে এমন একটি খবর এসেছে, যা সবাইকে চমকে দিয়েছে। শোনা যাচ্ছে, সূর্যকুমার যাদব মুম্বই ছাড়তে পারেন। তবে এই দলটি মুম্বই ইন্ডিয়ান্স নয়, মুম্বই ক্রিকেট টিম।
সূর্য এবং তিলকের সঙ্গে যোগাযোগ গোয়ার
বর্তমানে সকলেই আইপিএল নিয়ে মেতে রয়েছে। তবে আইপিএল ছাড়াও আগামী ঘরোয়া মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে কয়েকটি দল। তাদের মধ্যে একটি হল গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, যারা নতুন মরশুমের জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে ব্যস্🎃ত। গোয়া ক্রিকেট দল আগামী রঞ্জি ট্রফি মরশুমের জন্য এলিট গ্রুপে পদোন্নতি করতে চাইছে। এমন পরিস্থিতিতে, গোয়া ক্🎉রিকেট অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি দল তৈরি করতে চাইছে। তার জন্য দক্ষ, অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গোয়া অ্যাসোসিয়েশন এই বিষয়ে মুম্বই ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধ🔯ান্ত হয়নি এবং আলোচনা চলছে বলে খবর। শুধু সূর্যকুমারই নয়, মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর সতীর্থ এবং ঘরোয়া সার্কিটে হায়দরাবাদ ক্রিকেট দলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গেও যোগাযোগ করেছেন গোয়ার ক্রিকেট কর্তারা। এই দুই খেলোয়াড় কি গোয়ায় যোগ দেবেন? তা আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে।
যশস্বী জয়সওয়াল মুম্বই ছাড়ছেন
প্রতিবেদনে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সেক্রেটারি শম্ভা দেশাইকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, জিসিএ (GCA) দেশের বিভিন্ন রাজ্যের দলের সঙ্গে যুক্ত অনেক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। যশস্বী জয়সওয়ালের গোয়া যাওয়ার খবরের পরপরই এই সমস্ত তথ্য সামনে এসেছে। বুধবার ২ এপ্রিল যশস্🎉বী জয়সওয়ালের গোয়াতে যোগ দেওয়ার চাঞ্চল্যকর খবরে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। দানা গিয়ে🌟ছে, যশস্বী জয়সওয়াল মুম্বই ক্রিকেট দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং গোয়াতে যোগ দিতে চান। জয়সওয়াল এর জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন জানিয়েছেন।