শুক্রবারের গোধূলি লগ্নে কলকাতার বুকে বিয়ে হতে চলেছে বিজেপির দোর্দণ্ড প্রতাপ নেতা দিলীপ ঘোষের। ৬০ বছর বয়সী দিলীপ ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন রিঙ্কু মজুমদার। শোনা যাচ্ছে, কিছু দিন আগে লোকসভা ভোটে হেরে যাওয়ার পরে দিলীপ ঘোষ বেশ কিছুটা বিষণ্ণ ছিলেন। তখন রিঙ্কুই সংসার বাঁধার প্রস্তাবের প্রসঙ্গ তোলেন। যার কাছে সেবারের ভোটে দিলীপ ঘোষ হেরে ছিলেন, তিনি তৃণমূল নেতা তথা সাংসদ কীর্তি আজাদ। আজ তিনি দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বলছেন? এদিকে, দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছা বার্তা এল বিজেপির বহু নেতার তরফে। ফেসবুকে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন লকেট চট্টো🦋পাধ্যায়ও।
দিলীপ ঘোষের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ এদিন নিজের বাড়িতে দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করেন। তাঁঁর কণ্ঠে আজ ‘মেয়ে ইয়ার কি শাদি হ্যায়’ গান। সঙ্গে মুখে হাসি। তিনি জানান, ‘হার্দিক শুভ কামনা জানাই। আশা করব ওঁর বৈবাহিক জীবন ভালো কাটবে, দীর্ঘদিন ধরে কাটবে। দুজনেই দীর্ঘায়ু হোন। আমি কামনা করি।’ সঙ্গে সঙ্গে মজার ছলে তাঁর আরও একটি বার্তা,'আশা করব অর্ধাঙ্গীনি যখন বাড়িতে চলেই আসছেন, তাহলে সিয়ারাম বলাও শুরু করবেন। সিয়া কে রামের থেকে আলাদা করবেন না নিশ্চয়ই।' প্রশ্ন গিয়েছিল, কীর্তি আজাদকে কি নিমন্ত্রণ করেছেন দিলীপ ঘোষ? তার উত্তরে দুর্গাপুর আসানসোল কেন্দ্রের তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ বলেন,' এখনও নিমন্ত্রণ পাইনি। আসলে তো অবশ্যই যাব। ফুল মিষ্টি নিয়ে যাব। যত ফুল পাব আশপাশে সব নিয়ে যাব।' এদিকে দিলীপ ঘোষের বাড়িতে সকাল থেকে ই বহু বিজেপি নেতারℱা আসতে থাকেন। তাঁকে বিয়ের জন্য জানান শুভেচ্ছা। সুকান্ত মজুমদার থেকে সুনীল বনশল সহ বহু তাবড় বিজেপি নেতারা সেখানে পৌঁছতে থাকেন। পৌঁছে ছিলেন লকেট চট্টোপাধ্যায়ও।
এদিকে, ফেসবুকেও একটি পোস্টে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান লকেট চট্টোপাধ্যায়। তিনি সেখানে দিলীপ ঘোষের ছবি পোস্ট করে লেখেন,'দিলীপ দা আপনি 🤡খুব ভালো থাকুন এবং আগামী দিন আরো সুন্দর হোক।' সব মিলিয়ে বিকেল সাড়ে ৫ টা নাগাদ বসতে চলেছে দিলীপ ঘোষের বিয়ের আসর। ষাট বছর বয়সী নেতার বিয়ে ঘিরে বাংলা জুড়ে বেশ চর্চা চলছে।