বিয়ের পিঁড়িতে বসতে চলে♏ছেন বঙ্গ বিজেপির দোর্দণ্ড প্রতাপ নেতা দিলীপ ঘোষ। আর খনিক পরই তাঁর বিয়ে। শুক্রবার, ৪ বৈশাখের গোধূলি লগ্নে হতে চলেছে বিয়ে। বিয়ের আসর ঘরোয়া থাকবে। আর সেই আসরেই হবে চার হাত এক। বিবাহ আসর ঘিরে এবার দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে সঙ্গে উপহারও পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রাজ্য রাজনীতিতে এককালে দিলীপ ঘোষের সঙ্গে বহু ক্ষেত্রে 'কাঁটে কি টক্কর' দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের দু'জনের বক্তব্য পাল্টা বক্তব্যে সরগরম হ👍য়েছে রাজ্য রাজনীতি। আবার এই দিলীপ ঘোষই ২০১৯ র জানুয়ারিতে মমতা সম্পর্কে বলেছিলেন,' যদি কোনও বাঙালি প্রধানমন্ত্রী হন, তাহলে ওঁরই সম্ভাবনা রয়েছে।' আবার সদ্য মুর্শিদাবাদ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনাও উঠে এসেছে ষাট বছর বয়সী দিলীপ ঘোষের তরফে। আর সেই দিলীপ ঘোষের বিয়েতে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার। শুক্রবার দুপুরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে এল দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছা বার্তা। নবদম্পতির জন্য দুটি পুষ্পস্তবকও পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, দিলীপ ঘোষের বাড়িতে সকাল থেকেই বিজেপি নেতাদের মেলা। এদিকে, শুভেচ্ছা বার্তাতেও দিলীপ ঘোষকে ভরাতে শুরু করেছেন অনেকে।
দিলীপ ঘোষের বাড়িতে সাপ:-
এদিকে, আজই সকালে দিলীপ ঘোষের বাড়িতে ঢোকে সাপ। বিয়ের দিন সকালে সাপ বের হওয়ায় বেশ কিছুটা চাঞ্চল্য তৈরি হয়। তা নিয়ে জ্যোতিষমত ꦉকী, সেই নিয়েও বিস্তর চর্চা চলছে।
মায়ের বিয়ে নিয়ে রিঙ্কু মজুমদারের ছেলের কী বলছেন?
এদিকে, বহুদিন ধরে পরিচিত রিঙ্কু মজুমদারকে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। এই বিয়ের পাত্রী রিঙ্কুকে নিয়ে অনেকেরই নানানꩵ প্রশ্ন রয়েছে। এক সন্তানের মা রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না। তাঁর ছেলে পেশায় তথ্য প্রযুক্তি কর্মী। ছেলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিঙ্কু মজুমদার বলেন,'উনি (দিলীপ ঘোষ) এত ডিজারꦛ্ভিং, ছেলে খুশি।' সব মিলিয়ে আপাতত এই হাইপ্রোফাইল বিয়ের দিকে তাকিয়ে গোটা বাংলা।
(বিস্তারিত আসছে)