কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক দেখা দিয়েছে। গতকাল একটি ইমেল আসে ভারতীয় জাদুঘরে🦋র অফিসে। সেই ইমেলের ভিত্তিতে আজ, মঙ্গলবার গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউমার্কেট থানার পুলিশ। আজ সকাল থেকেই জোরদার তল্লাশি চলছে জাদুঘরে। আর তার জেরে ভিতরে সমস্ত দর্শককে বের করে দেওয়া হচ্ছে। আর ঢুকতে দেওয়া হচ্ছে না যাঁরা আসছেন। আর তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গাতেও তল্লাশি করছে নিউমার্কেট থানার পুলিশ। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে খবর। তল্লাশি এখনও চলছে। তাছাড়া এখানে এসে উপস্থিত হল লালবাজারের বম্ব স্কোয়াড।
এদিকে হুমকি ইমেল আগেও এসেছে ভারতীয় জাদুঘরে। এই জাদুঘর অত্যন্ত প্রাচীন। আর এখানে রয়েছে নানা দুষ্প🀅্রাপ্য নথি থেকে শুরু করে সামগ্রী। এই জাদুঘর এখন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। তাই এই ঘটনাকে ঘিরে আবার বোমাতঙ্ক দেখা দিয়েছে কলকাতা জাদুঘরে। আজ মঙ্গলবার সকালে ইমেলটি নজরে পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় জাদুঘরের কর্তাদের। তকন কালবিলম্ব না করে তাঁরা খবর দেয় লালবাজারে। আর তখনই সেখানে পুলিশ এসে তড়িঘড়ি ফাঁকা করে দেয় জাদুঘর। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ওয়েভার স্কিমে কর ছাড়ের নিয়ম বদলাল কলকাতা পুরসভা, কেন এমন কড়া পদক্ষেপ?
অন্যদিকে কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে। এমনই হুমকি ইমেল এসেছে বলে সূত্রের খবর। এই ইমেল ঘিরে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল চোখে পড়ে জাদুঘরের কর্তাদের। ভিতরে বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাতপরিচয় আইডি থেকে। সেখান থেকেই পাঠানো হয়েছে হুমকি ইমেল। তখন জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক বলে মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর। তার মধ্যে আবার ছিলেন ১০ জন বিদেশি পর্যটক। তাঁদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়। সকলকে সুরক্ষার কথা বোঝানো হয়। প্রত্যেকের কাগজপত্রের বৈধতা এবং ব্যাগ চেক পর্যন𒆙্ত করা হয়েছে।
এই আতঙ্কের অবসান ঘটনাতে ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বম্ব স্কোয়াড এবং স্নিপার ডগ। সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ কর্তারা। ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তায় এখন প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এই হুমকি ইমেলের নেপথ্যে বড় নাশকতার ছক নেই তো? এই প্রশ্ন এখন ভাবিয়ে তুলেছে কলকাতা পুলিশকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে আইডি থেকে ইমেল এসেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও আছে। তবে গোটা বꩵিষ🍰য়টা পরিষ্কার হলে তবেই আবার পর্যটকদের জন্য খোলা হবে জাদুঘরের দরজা।