⛎ গোয়া বিমানবন্দরে হঠাৎ আলাপ। IFFI-র মঞ্চে Indian Panorama তে 'আমার বস'-এর স্ক্রিনিং-এ হাজির হয়েছিলেন রাখি গুলজার। সেখান থেকেই ফিরছিলেন। এরই মাঝে হঠাৎই কিংবদন্তি অভিনেত্রীকে দেখে তাঁকে প্রণাম করতে চলে আসে এক খুদে। নাম যুগ সুরি। তবে ছোট্ট যুগ রাখির পা ছুঁতে যাবে ওমনি তাকে বাধা দিলেন অভিনেত্রী। কিন্তু কেন? কেন যুগের প্রণাম নিলেন না রাখি গুলজার?
🍬বিমান বন্দরে ঠিক কী ঘটেছিল, সেই মুহূর্তটির ভিডিয়ো করে ফেসবুকের পাতায় পোস্ট করেছেন পরিচালক-প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যেখানে রাখিজি ছোট্ট যুগকে শেখান, বাবা-মা ছাড়া কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই। তাঁকে হাতজোড় করে মাথায় ঠেকিয়ে প্রণাম করতে শেখান। বলেন, ‘এর থেকে বেশিকিছু করবে না। তা যে যাই বলুক, পায়ে হাত ধুয়ো না নোংরা থাকে।’ এরপরই তাঁকে কাছে টেনে আদর করে চুমু খেতে দেখা যায় কিংবদন্তি অভিনেত্রীকে।
🍷সেই মুহূর্তটিই সকলের সঙ্গে ভাগ করে নিয়ে মঙ্গলবার শিবপ্রসাদ লিখেছেন, 'দিনটা ছিল Indian Panorama তে 'আমার বস' স্ক্রিনিং-এর পর, আমি আর রাখীদি মুম্বাই ফিরছি। যখনই রাখীদি কে নিয়ে আমি কোথাও গিয়েছি, কোনো না কোনো ঘটনার সাক্ষী আমি হয়েছি, সেই দৃশ্য গুলো মনে রাখার মতো। গোয়া এয়ারপোর্টে ছোট্ট একটি বাচ্চাকে রাখীদি শেখালেন দু-হাত জড়ো করে কিভাবে মাথায় ঠেকিয়ে নমস্কার করবে। বাচ্চাটির নাম যুগ সুরি। রাখী দি বললেন, সুরি তো তোমার সারনেম, যুগ হলো তোমার নাম। কাছে এসো। মাথায় স্নেহের স্পর্শ করলেন।'
😼পরিচালক-অভিনেতা কিংবদন্তি অভিনেত্রী সম্পর্কে আরও লেখেন, ‘বাচ্চাদের ভীষণ ভালোবাসেন উনি। এয়ারপোর্টে যখনই কোনো বাচ্চাকে দেখেন নিজেও তার মতই হয়ে যান। বাচ্চাদের দিকে তাকিয়ে হাত নাড়েন, কথা বলতে থাকেন, এমন কি ফ্লাইটেও ঠিক তাই। রাখীদিকে নিয়ে এমন অনেক মজার গল্প আছে, যেগুলো ভাগ করে নেবো আপনাদের সাথে।’
ꦺপ্রসঙ্গত এর আগে IFFI-র মঞ্চে বর্ষীয়ান, দিদির মতো অভিনেত্রী রাখি গুলজারের কাছে কানমোলা খাওয়ার একটু মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শিবপ্রসাদ। আবেগতাড়িত হয়ে লিখেছিলেন, ‘ছোটবেলায় মায়ের থেকে কানমোলা খেয়েছি বহুবার। আবার অনেক বছর পর IFFI-র মঞ্চে সবার সামনে রাখীদির কাছে কানমোলা খেলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেবো ৯ই মে।’