🅺নানা সময় শ্রুতি দাসকে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে নানা মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা যায়। আর এবার একটি ভিডিয়ো শেয়ার করে তাঁদের প্রেম জীবনের স্মৃতিকে ফের উস্কে দিয়েছেন শ্রুতি। লিখেছেন, 'স্টুডিয়োর বাইরে লুকিয়ে দেখা করা…'।
𝓰মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। সেখানে তাঁকে স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে গাড়িতে দেখা গিয়েছে শ্রুতিকে। চালকের আসনে ছিলেন স্বর্ণেন্দু, তিনি গাড়ি চালাচ্ছিলেন। আর তাঁর পাশের সিটেই বসে বসে ভিডিয়ো করছিলেন শ্রুতি। ভিডিয়োয় যতটুকু দেখা গিয়েছে, তাতে বোঝা যায় এক প্রকার রঙমিলান্তিতেই সেজেছিলেন তাঁরা। স্বর্ণেন্দুর পরনে ছিল আকাশী পাঞ্জাবি। অন্যদিকে, শ্রুতি পরেছিলেন কালো টপের উপর নীল সাদায় কাজ করা জ্যাকেট। ভিডিয়োর ক্যাপশনে নায়িকা লেখেন 'চুপকে চুপকে'।
আরও পড়ুন: 🐭'যাই ঘটুক না কেন…', যিশুর সঙ্গে বিচ্ছেদ-চর্চার মাঝেই কী ইঙ্গিত করলেন নীলাঞ্জনা?
🐬ভিডিয়োটি পোস্ট করে নায়িকা তাতে লেখেন, ‘স্টুডিয়োর বাইরে লুকিয়ে দেখা করা থেকে ওঁর ড্রাইভিং সিটের পাশে বসা।’ অর্থাৎ নায়িকা এর মাধ্যমে তাঁদের ভালোবাসার জার্নিটা তুলে ধরেছেন। একটা সময় যে মানুষটার সঙ্গে লুকিয়ে দেখা করতে হত, আজ তাঁর পাশের সিটে বসে, তাঁর গাড়িতে করে যাওয়া, লম্বা এই জার্নিতে অনেক ওঠা পড়া এসেছে তাঁদের জীবনে।
🎃শ্রুতি সঙ্গে তাঁর স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। পরিচালককে বিয়ে করা নিয়ে কম কটূক্তির শিকার হতে হয়নি অভিনেত্রীকে। অনেকেই তাঁর দিকে আঙুল তুলেছিলেন কাজ পাওয়ার আশায় নাকি স্বর্ণেন্দুর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কিন্তু সেই সব কথাকে কখনওই পাত্তা দেননি অভিনেত্রী।
আরও পড়ুন: ꦛরাসাকে অনুষ্ঠানে এড়িয়ে গিয়ে বিতর্কে অনন্যা! এর নেপথ্যে রয়েছে কোন কারণ?
♓প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা 'ত্রিনয়নী' -তে কাজ করতে গিয়েই মেগার পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়েন শ্রুতি। প্রথমে নায়িকার বাড়িতে থেকে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আপত্তি থাকলেো পরবর্তীতে সকলের উপস্থিতিতেই আইনি বিয়ে সারেন তাঁরা। ২০২৩ সালের ৯ জুলাই বিয়ে সেরে ফেলেছিলেন পর্দার শ্রুতি দাস। তবে এখনও তাঁদের সামাজিক বিয়ে হয়নি।
🐽কাজের সূত্রে আর কিছুদিনের মধ্যেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শ্রুতি। তাঁকে রাখী গুলজারের সঙ্গে 'আমার বস' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দোলের দিন অর্থাৎ ১৪ মার্চ হইচইয়ের পর্দায় এসেছিল 'ডাইনি' সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নায়িকাকে দেখা গিয়েছিল। ছোট পর্দা মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন অভিনেত্রী। তাঁকে শেষবার জি বাংলার জনপ্রিয় মেগা 'রাঙা বউ'তে 'পাখি' -এর চরিত্রে দেখা গিয়েছিল।