বেলাগাম দুর্নীতিতে ভরা ২০১৬ সালের SSCর নিয়োগপ্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এর ফলে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরিহারাদের মধ্যে যোগ্যদের পুনর্নিয়োগের নির্দেশও দিয়েছে আদালত। ৩ মাসের মধ্যে শেষ করতে হবে প্রক্রিয়া। আর সেই প্রক্রি♈য়া শুরু হওয়ার আগেই বিস্ফোরক দাবি করলেন এই মামলায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম। বৃহস্পতিবার রায় বেরনোর 🍷কয়েক ঘণ্টা পর ফেসবুক লাইভে তিনি বলেন, সেই নিয়োগপ্রক্রিয়ায় টাকা তুলতে ইতিমধ্যে লোক নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুক লাইভে ফিরদৌ🌼স বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরিয়ে যে নতুন নিয়োগপ্রক্রিয়া হবে সেখানেও দুর্নীতি হবে। আজকেই চলে গেছে চাকরিহারা শিক্ষকদের বাড়ি। মেদিনীপুরের এক শিক্ষক তার এক সহ শিক্ষকের বাড়িতে আজকেই বাইক নিয়ে গিয়েছে। চাকরিহারা সেই শিক্ষক আমাকে ফোন করে জানিয়েছেন। আমার কা𒁏ছে কল রেকর্ড রয়েছে। কারা গিয়েছে? নতুন নিয়োগে আবার দু’নম্বরি করবে। সেইজন্য গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু’নম্বরি করার ধান্দা করছে। যদি আবার দু’নম্বরি করার ধান্দা করে আবার একই পরিণতি হবে। বাইক নিয়ে শিক্ষকদের পাঠাচ্ছেন টাকা তোলার জন্য, লজ্জা করে না?’
একই সঙ্গে চাকরিহারাদের সতর্ক করে𒉰 ফিরদৌসের পরামর্শ, ‘যে সব শিক্ষকরা পুনর্নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আবারও একই পরিণতি হবে। আবার টাকা ফেরত দিতে হবে। ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না। যারা টাকা দিয়েছেন, টাকা আদায় করুন। আর কাউকে টাকা দেবেন না।’