ꦜ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার একাধিক প্রভাবশালীকে তলব করতে চলেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবন থেকে উদ্ধার এক তালিকায় ওই প্রভাবশালীদের নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বেআইনি নিয়োগের জন্য নাম পাঠিয়েছিলেন তাঁরা। কার নির্দেশে তাঁরা এই কাজ করেছিলেন তা জানতে এবার ওই প্রভাবশালীদের জেরা করতে চায় সিবিআই।
আরও পড়ুন - ❀বিজেপির ভোটারদের পেটাতে শান্তির ছেলেদের পোলিং এজেন্ট করে তৃণমূল: শুভেন্দু
আরও পড়ুন - ♔ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট
আরও পড়ুন - 🐈সুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন
⛦ বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, তল্লাশির সময় বিকাশ ভবনের গুদামঘরে একটি নথি পাওয়া যায়। তাতে প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য ৩২১ জনের নাম সুপারিশ করেছিলেনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি। কার নাম কে সুপারিশ করেছেন তাও লেখা রয়েছে ওই তালিকায়। এর মধ্যে ১৩৪ জন নিয়োগ পান। প্রভাবশালীদের জেরা করে সিবিআই জানতে চায়, কার নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে সুুপারিশপত্র পাঠিয়েছিলেন তাঁরা। এই নিয়োগগুলির পিছনে কোনও অর্থিক লেনদেন রয়েছে কি না।
𒊎 একই সঙ্গে এদিন সিবিআই বলে, এই প্রভাবশালীদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে। যার ওপর ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরা করার প্রয়োজন হতে পারে সিবিআইয়ের। তাই তাঁকে যেন জামিন দেওয়া না হয়।